আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২১ ফেব্রুয়ারি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৯ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২২
আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২১ ফেব্রুয়ারি
ক্রীড়াবিশ্বে প্রতিদিনই ঘটে কোনো না কোনো উল্লেখ্যযোগ্য ঘটনা। ঘটনা মনে থাকলেও সময় কিংবা তারিখ মনে রাখাটা কষ্টকর। ক্রীড়া বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো স্মরণ করিয়ে দিতেই আমাদের এই আয়োজন। এক নজরে দেখে নিন ক্রীড়াবিশ্বে আজকের দিনে কি ঘটেছিল।
 
১৯৭০ : অস্ট্রেলিয়ার বিধ্বংসী ওপেনার মাইকেল স্ল্যাটারের জন্মদিন।

১৯৬৫ : ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিকেটার কেইথ আথারটনের জন্মদিন।

১৯৫১ : নিউজিল্যান্ডের ব্যাটার নেইল পার্কারের জন্মদিন। ক্যারিয়ারে তিনটি টেস্ট সেঞ্চুরি করেন তিনি। তবে সেঞ্চুরি করার ম্যাচে একবারও জয় পায়নি কিউইরা।

১৯৪৫ : মুম্বাইয়ের স্পিনার সুধীর নাইকের জন্মদিন। ১৯৭৪ সালে অভিষেকে ৭৭ রানের ইনিংস খেলে নজর কাড়লেও পরে পুরো ক্যারিয়ারে ৬০ রান করেছিলেন তিনি।

১৯৪৬ : ওয়েস্ট ইন্ডিজের জ্যামাইকান কিংবদন্তি ওপেনার ডেসমন্ড লুইসের জন্মদিন। ক্যারিয়ারের অভিষেকে ভারতের বিপক্ষে মাঠে নেমেই নজর কাড়েন এই ওপেনার।

১৯০৮ : দক্ষিণ আফ্রিকান পেসার নেভিল কুইনের জন্মদিন।

১৮৮৩ : প্রোটিয়া ক্রিকেটার মাইক কমম্লির জন্মদিন। শুধু ক্রিকেট হয় দক্ষিণ আফ্রিকার হয়ে ফুটবলও খেলেছিলেন তিনি।

১৯৭৬ : ভারতীয় ক্রিকেটার শ্রীধরন শ্রীরামের জন্মদিন।

১৮৮৯ : ইংলিশ ক্রিকেটার জনি ব্রিগস মাত্র ৪ রানে ১৫ উইকেট শিকার করেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক প্রস্ততিমূলক ম্যাচে এ কীর্তি গড়েন তিনি।

২০০৩ : দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন ডারবানের এক নাইট ক্লাবে রাতে মদ্যপ অবস্থায় ক্রিস কোয়ার্নস আর ব্রেন্ডন ম্যাককালামকে পাওয়া যায়। 

 

 

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]

 

শেয়ার করুন :


আরও পড়ুন

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২০ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২০ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১৯ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১৯ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১৮ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১৮ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১৭ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১৭ ফেব্রুয়ারি