আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৬ ফেব্রুয়ারি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২২ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২২
আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৬ ফেব্রুয়ারি

ক্রীড়াবিশ্বে প্রতিদিনই ঘটে কোনো না কোনো উল্লেখ্যযোগ্য ঘটনা। ঘটনা মনে থাকলেও সময় কিংবা তারিখ মনে রাখাটা কষ্টকর। ক্রীড়া বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো স্মরণ করিয়ে দিতেই আমাদের এই আয়োজন। এক নজরে দেখে নিন ক্রীড়াবিশ্বে আজকের দিনে কি ঘটেছিল।

১৯২৫ : ক্যারিবিয়ান কিংবদন্তি ব্যাটার এভারটন উইকসের জন্মদিন।

১৯৩০ : জর্জটাউনে ইংলিশদের বিপক্ষে দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকান জর্জ হ্যাডলি। তার ব্যাটে ভর করেই নিজের ইতিহাসে প্রথম টেস্ট জেতে ওয়েস্ট ইন্ডিজ।

১৯৮০ : রিচার্ড হ্যাডলিকে বিবেচনা করা হয় ইয়ান বোথাম, কপিল দেব আর ইমরান খানের সাথে। তবে তাদের মতো ব্যাট চালাতে না জানলেও দুইটি টেস্ট সেঞ্চুরি করেছিলেন হ্যাডলি। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করেন এইদিনে ক্রাইস্টচার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

১৯২২ : অজি ক্রিকেটার বিল জনস্টনের জন্মদিন। ক্যারিয়ারে বাঁহাতি মিডিয়াম পেসের পাশাপাশি করতে স্পিনেও হাত ঘুরাতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী অস্ট্রেলিয়া দলকে গড়ে তুলেছিলেন তিনি।

১৯৪৩ : মাত্র ১২ বছর ৭৩ দিন বয়সে রঞ্জি ট্রফিতে প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে নামেন আলিমুদ্দিন। ক্যারিয়ার অবশ্য ২৫ প্রথম শ্রেণির ম্যাচেই থমকে যায়।

১৯৯৩ : সুনীল গাভাস্কারকে ছাড়িয়ে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন অ্যালান বোর্ডার। তিনি ক্যারিয়ার শেষ করেন ১১ হাজার ১৭৪ রানে। ২০০৫ সালে বোর্ডারের এই রেকর্ড ভাঙেন ব্রায়ান লারা। পরে এই রেকর্ড নিজের করে নেন শচীন টেন্ডুলকার।

১৮৮৭ : অস্ট্রেলিয়াকে সিডনিতে ৮৬ রানে গুটিয়ে দেয় ইংল্যান্ড। অজিদের অল্প রানে গুটিয়ে দিতে ৩৫ রানে ৮ উইকেট শিকারে করেন ইংলিশ বোলার জর্জ লেহম্যান।

১৯৮২ : ইংলিশ উইকেট রক্ষক ব্যাটার ম্যাট প্রিয়রের জন্মদিন। জোহানেসবার্গে জন্ম হলেও খেলেছেন ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন এই ক্রিকেটার।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৫ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৫ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৪ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৪ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৩ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৩ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২২ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২২ ফেব্রুয়ারি