আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২২ ফেব্রুয়ারি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২২
আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২২ ফেব্রুয়ারি

ক্রীড়াবিশ্বে প্রতিদিনই ঘটে কোনো না কোনো উল্লেখ্যযোগ্য ঘটনা। ঘটনা মনে থাকলেও সময় কিংবা তারিখ মনে রাখাটা কষ্টকর। ক্রীড়া বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো স্মরণ করিয়ে দিতেই আমাদের এই আয়োজন। এক নজরে দেখে নিন ক্রীড়াবিশ্বে আজকের দিনে কি ঘটেছিল।

১৯৯২ : ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। মার্টিন ক্রোর সেঞ্চুরিতে এই ম্যাচে অজিদেরকে হারিয়ে অঘটনের জন্ম দেয় নিউজিল্যান্ড।

১৯৬৩ : ইংলিশ পেসার ডেভন ম্যালকমের জন্মদিন। ইংল্যান্ডের হয়ে ৪০ টেস্ট খেলেছিলেন এই পেসার।

১৯৭৭ : টেস্টে পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এ দিনে ৬৮ অতিরিক্ত রান দিয়েছিল ক্যারিবিয়ানরা।

১৯১৭ : ইংলিশ ওপেনার জ্যাক রবার্টসনের জন্মদিন। এই হতভাগা ক্রিকেটার ইংল্যান্ডের হয়ে খেলতে পেরেছিলেন মাত্র ১১ টেস্ট। লেন হ্যাটন আর সিরিল ওয়াশব্রুকের কারণে আন্তর্জাতিক ক্যারিয়ার বড় হয় নি।

১৯৯২ : ক্যারিয়ারে একবারই ইংলিশ অলরাউন্ডার ইয়ান বোথামের মুখোমুখি হন শচীন টেন্ডুলকার। এ ম্যাচেই ইয়ান বোথামের বলে আউট হন তিনি।

১৯৯৫ : শেন ওয়ার্নের জন্য ভুলে যাওয়ার মতো একটি দিন। বল হাতে ১০ ওভারে ৬১ রান দেওয়ার পাশাপাশি জরিমানার শিকার হয়েছিলেন তিনি। রিস্ট ব্যান্ড পরার অভিযোগে ৫০০ ডলার জরিমানা দেন ওয়ার্ন।

১৮৫৯ : অস্ট্রেলিয়ান বোলার জই পালমারের জন্মদিন। ক্যারিয়ারে ১৭ টেস্ট খেলে ৭৮ উইকেট শিকার করেছিলেন তিনি।

১৯৮৩ : অজি পেসার শন টেইটের জন্মদিন। ইনজুরির কারণে নিজের ক্যারিয়ারকে বড় করতে পারেননি তিনি।

১৯৮৩ : ক্যারিবিয়ান পেসার শেন শিলিংফোর্ডের জন্মদিন। ক্যারিয়ারে ১৬ টেস্ট খেলেছিলেন। এর মধ্যেই দুইবার অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি।

২০০৩ : নিউল্যান্ডসে ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ গতিতে বল করার রেকর্ড গড়েন পেসার শোয়েব আকতার।

১৯৯৮ : ঢাকায় ঘরোয়া ক্রিকেট খেলতে নেমে মাথায় আঘাত পান ভারতীয় ক্রিকেটার রমন লাম্বা। এদিনই ওপারে পাড়ি জমান তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২১ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২১ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২০ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২০ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১৯ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১৯ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১৮ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১৮ ফেব্রুয়ারি