পোডিয়ামে ইউক্রেন যুদ্ধের সমর্থন দিয়ে নিষিদ্ধ হচ্ছেন রুশ অ্যাথলেট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫১ পিএম, ০৮ মার্চ ২০২২
পোডিয়ামে ইউক্রেন যুদ্ধের সমর্থন দিয়ে নিষিদ্ধ হচ্ছেন রুশ অ্যাথলেট

কাতারের রাজধানী দোহায় বসেছে বিশ্ব অ্যাথলেটিকসের বিশ্বকাপ। সেখানেই প্যারালাল বার ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন রাশিয়ান জিমন্যাট ইভান কুলিয়াক। পদক গ্রহণ করতে ইউক্রেনে রাশিয়ার সমর্থন দিয়েছেন তিনি। এ কারণে তার বিরুদ্ধে তদন্তের ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশন্যাল জিমন্যাস্টিক ফেডারেশন (এফআইজি)।

ইউক্রেন আগ্রাসনে রাশিয়া নিজেদের চিহ্ন হিসেবে ব্যবহার করছে ‘জেড (Z)’। রাশিয়ান মিলিটারির সবজায়গাতেই ব্যবহার করা হচ্ছে এই চিহ্ন।

দোহায় বিশ্বকাপে প্যারালাল বার ইভেন্টে ব্রোঞ্জ জেতেন রাশিয়ান অ্যাথলেট ইভান কুলিয়াক। পদক জিতে পুরষ্কার নিতে পোডিয়াম উঠলে ‘জেড’ চিহ্ন প্রদর্শন করেন। যা কিনা ইউক্রেনে রাশিয়ান আগ্রাসনকে সমর্থন করে।

এ ঘটনায় বেশ হতবাক হয়েছে বিশ্ব জিমন্যাস্টিকসের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এফআইজি। তারা জানিয়েছে, কুলিয়াকের এই আচরণের জন্য তদন্ত করা হবে।

এফআইজি এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা আনুষ্ঠানিকভাবে ইভান কুলিয়াকের বিরুদ্ধে ডিসিপ্লিনারি নিয়ম ভঙ্গের অভিযোগ আনবো। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদও করা হতে পারে।’

তদন্তের মুখে পড়ায় দোহায় কুলিয়াক আর খেলতে পারবেন না। তবে রাশিয়ার অন্য অ্যাথলেটদের অংশগ্রহণ করতে কোনো বাঁধা নেই। কারণ বিশ্ব জিমন্যাস্টিকসের কোনো আসর থেকেই এখনও রাশিয়া কিংবা বেলারুশকে নিষিদ্ধ করা হয়।

এফআইজির ডিসিপ্লিনারি কোড অনুযায়ী তাকে নিষিদ্ধ করবে বিশ্ব জিমন্যাস্টিকসের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এর আগে নিষেধাজ্ঞার কারণে টোকিও অলিম্পিকেও খেলতে পারেননি তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নাগরিকত্ব পাল্টে রাশিয়ান সাইক্লিস্ট এখন ফ্রান্সের

নাগরিকত্ব পাল্টে রাশিয়ান সাইক্লিস্ট এখন ফ্রান্সের

দেশে যুদ্ধ, প্যারা অলিম্পিকে ইউক্রেনের প্রথম স্বর্ণ

দেশে যুদ্ধ, প্যারা অলিম্পিকে ইউক্রেনের প্রথম স্বর্ণ

ইউক্রেন যুদ্ধ : শীতকালীন প্যারা অলিম্পিকে নিষিদ্ধ বেলারুশ-রাশিয়া

ইউক্রেন যুদ্ধ : শীতকালীন প্যারা অলিম্পিকে নিষিদ্ধ বেলারুশ-রাশিয়া

রাশিয়াকে সমর্থন, বেলারুশের বিপক্ষে প্রীতি ম্যাচে ‘খেলবে না’ ভারত

রাশিয়াকে সমর্থন, বেলারুশের বিপক্ষে প্রীতি ম্যাচে ‘খেলবে না’ ভারত