মুজিববর্ষ কনসার্টে তিন ক্যাটাগরির টিকিট বিক্রি করছে বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪২ পিএম, ২৮ মার্চ ২০২২
মুজিববর্ষ কনসার্টে তিন ক্যাটাগরির টিকিট বিক্রি করছে বিসিবি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদযাপন উপলক্ষ্যে কনসার্টের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ অস্কার বিজয়ী এ আর রহমান ছাড়াও বিসিবির এ কনসার্টে সংগীত পরিবেশন করবেন দেশের প্রখ্যাত ব্যান্ড দল মাইলস এবং পপসম্রাজ্ঞী মমতাজ।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উদযাপন উপলক্ষ্যে আয়োজিত মঙ্গলবারের (২৯ মার্চ) এ কনসার্টে জনসাধারণের প্রবেশের সুযোগ দিচ্ছে বিসিবি। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মোট ১৪ হাজার দর্শক সরাসরি কনসার্ট উপভোগ করতে পারবেন। তবে এ জন্য ক্রয় করতে টিকিট।

মুজিববর্ষ কনসার্টের মোট তিন ক্যাটাগরির টিকিট বিক্রি করছে বিসিবি। তার মাঝে সর্বনিম্ন মূল্য ক্লাব হাউজের, ১ হাজার টাকা। বাকি দুটির মধ্যে গোল্ড (অন গ্রাউন্ড) টিকিটের মূল্য ৫ হাজার টাকা, যা মাঠের মাঝে চেয়ারে বসে কনসার্ট উপভোগ করা যাবে। এছাড়া প্লাটিনাম (অন গ্রাউন্ড) ক্যাটাগরির টিকিটের মূল্য ধরা হয়েছে ১০ হাজার টাকা। এই টিকিটে মঞ্চের কাছাকাছি বসে উপভোগ করা যাবে মুজিববর্ষের কনসার্ট।

বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তখ্য নিশ্চিত করেছে। জানানো হয়, মুজিববর্ষ কনসার্টের টিকিট বিক্রি করা হবে মোট দুইদিন। সোমবার এবং মঙ্গলবার (২৮ ও ২৯ মার্চ)। মিরপুররের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্রি হবে কনসার্টের টিকিট।

২০২০ সালের মার্চে করোনা মহামারীর কারণে থমকে পড়েছিল গোটা বিশ্ব। কনসার্টটি সে সময় আয়োজনের কথা থাকলেও করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে তা স্থগিত রেখেছিল বিসিবি। তবে করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় মুজিববর্ষ উদযাপনে এ কনসার্টের আয়োজন করা হচ্ছে।

মুজিববর্ষের এ কনসার্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। যার ফলে পুরো স্টেডিয়াম এলাকা জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। টিকিট ছাড়া অন্যদের প্রবেশের সুযোগ না থাকায় ভিড় বাড়ানো থেকেও বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

ব্যাটে লাগা বলে এলবিডব্লিউ, আম্পায়ারকে বিসিবির শোকজ

ব্যাটে লাগা বলে এলবিডব্লিউ, আম্পায়ারকে বিসিবির শোকজ

আইপিএলে না যাওয়ায় তাসকিনকে পুরস্কৃত করার পক্ষে মাশরাফি

আইপিএলে না যাওয়ায় তাসকিনকে পুরস্কৃত করার পক্ষে মাশরাফি

বাংলাদেশ দলকে ৩ কোটি টাকা পুরস্কার দেবে বিসিবি

বাংলাদেশ দলকে ৩ কোটি টাকা পুরস্কার দেবে বিসিবি

বিসিবির মুজিববর্ষের কনসার্টে আসছেন এ আর রহমান

বিসিবির মুজিববর্ষের কনসার্টে আসছেন এ আর রহমান