বাংলাদেশ দলকে ৩ কোটি টাকা পুরস্কার দেবে বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৭ এএম, ২৪ মার্চ ২০২২
বাংলাদেশ দলকে ৩ কোটি টাকা পুরস্কার দেবে বিসিবি

স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের ইতিহাস গড়ায় বাংলাদেশ দলকে ৩ কোটি টাকার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। সেঞ্চুরিয়নে শেষ ওয়ানডে ম্যাচে প্রোটিয়াদের ৯ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় করেছে বাংলাদেশ।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম এ সেরা অর্জনে দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিরিজ জয়ের পর দলের সবার সাথে মোবাইল ফোনে কথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভপতি নাজমুল হাসান পাপন। এ সময় তিনি ৩ কোটি টাকা পুরস্কার ঘোষণা দেওয়ার ঘোষণা দেন।

দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে থাকা বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাননীয় সভাপতি (নাজমুল হাসান পাপন) সাহেব পুরো দলের সাথে কথা বলেছেন।

জালাল ইউনুস বলেন, ‘আমার স্পিকার (মোবাইলের) অন করে দিয়েছিলাম। মাননীয় সভাপতি (নাজমুল হাসান পাপন) সাহেব পুরো দলের সাথে কথা বলেছেন, সবাই খুশি।’

তিনি বলেন, ‘একটা ঘোষণা ছিল এখানে। খেলোয়াড়রা তাৎক্ষণিক একটি ঘোষণা শুনতে চেয়েছিল। মাননীয় সভাপতি ৩ কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন খেলোয়াড়দের জন্য।’

বাংলাদেশ ক্রিকেট দলের এমন ঐতিহাসিক জয়ের ম্যাচটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেখেছেন বলেও জানান জালাল ইউনুস। বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীও (শেখ হাসিনা) খেলা দেখেছেন। উনিও সবাইকে অভিনন্দন জানিয়েছেন। সবাই আনন্দিত, এটা অবিশ্বাস্য জয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জিতলাম, এতে সবাই আনন্দিত, বলার অপেক্ষা রাখে না।’

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচেই জয় তুলে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিল বাংলাদেশ। সেঞ্চুরিয়নের প্রথম ম্যাচ জয়ের পর জোহানেসবার্গে হেরে যাওয়ায় ১-১ সমতায় ফিরে দুই দল। তবে প্রথম ম্যাচ জয়ের স্টেডিয়াম সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে দিয়ে সিরিজ জয়ের ইতিহাস রচনা করে বাংলাদেশ।

সিরিজ জয়ের ম্যাচ বল হাতে দুর্দান্ত খেলেছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। ম্যাচ সেরা এ পেসার ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয় বারের মতো শিকার করেছেন পাঁচ উইকেট। এছাড়া ব্যাট হাতে ৮৭ রানের অপরাজিত ইনিংস খেলেছেন অধিনায়ক তামিম ইকবাল।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়

অপেক্ষাটা ২৮৩৬ দিনের…

অপেক্ষাটা ২৮৩৬ দিনের…

ওয়ানডে র‌্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে মিরাজ

ওয়ানডে র‌্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে মিরাজ

দ্বিতীয়বারের মতো ফাইফারের দেখা পেলেন তাসকিন

দ্বিতীয়বারের মতো ফাইফারের দেখা পেলেন তাসকিন