ইতিহাস গড়ে ইংলিশ ক্লাব মাঠে ঈদের নামাজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৮ পিএম, ০২ মে ২০২২
ইতিহাস গড়ে ইংলিশ ক্লাব মাঠে ঈদের নামাজ

মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে যুক্তরাজ্যজুড়ে পালিত হয়েছে পবিত্র ঈদ-উল-ফিতর। এই দিন ইংলিশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় বিভাগের দল ব্ল্যাকবার্ন রোভার্সের মাঠ আয়োজিত হয়েছে ঈদের জামাত। ইংল্যান্ডের প্রথম কোনো ক্লাব হিসেবে নিজেদের মাঠে ঈদের জামাত আয়োজন করলো ক্লাবটি।

সোমবার (২ মে) মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে ঈদ ইংল্যান্ডে পালিত হয়। ঈদ উপলক্ষ্যে নিজেদের মাঠ ইউড পার্কে জামাতের আয়োজন করে ক্লাবটি। সেখানে অংশ নেয় প্রায় দেড় হাজার মুসল্লি।

ইউড পার্কে শুধু ছেলে নয়, নারীদেরও অংশ গ্রহণের সুবিধা রেখেছিল ব্ল্যাকবার্ন রোভার্স। এই নামাজে ইমামতি করেন শেখ ওয়াসিম কেম্পসন।

সোমবার সকাল সাড়ে আটটায় খুলে দেওয়া ইউড পার্ক। তখন থেকেই মাঠে আসতে শুরু করেন মুসল্লিরা। নামাজ শুরু হয় আরও পড়ে। নামাজের জন্য মুসল্লিরা নিজেদের জায়নামাজ নিয়ে মাঠে আসেন।

শুধু ঈদের জামাত নয়, এখানে আসা মুসল্লিদের জন্য ঐতিহ্যবাহী খাবারের ব্যবস্থাও রেখেছিল ক্লাবটি। পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পর দুধের তৈরি ঐতিহ্যবাহী খাবারের ব্যবস্থাও রাখা হয়। এছাড়াও সবার জন্য ফ্রি বাস সার্ভিস।

সর্বশেষ ২০১১-১২ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছিল ব্ল্যাকবার্ন রোভার্স। সেবারই ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে অবনমিত হয় দলটি। মাঝে এক মৌসুমে চ্যাম্পিয়নশিপ লিগ থেকে অবনমিত হয়েছিল। এরপ থেকেই চ্যাম্পিয়নশিপে লিগের নিয়মিত মুখ ব্ল্যাকবার্ন রোভার্স।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

বিধিনিষেধ মুক্ত হলো দক্ষিণ কোরিয়ান সমর্থকরা

বিধিনিষেধ মুক্ত হলো দক্ষিণ কোরিয়ান সমর্থকরা

প্রথমবারের মতো ফ্রেঞ্চ কাপের ফাইনালে নারী রেফারি

প্রথমবারের মতো ফ্রেঞ্চ কাপের ফাইনালে নারী রেফারি

ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’র নতুন আইনে উয়েফার অনুমোদন

ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’র নতুন আইনে উয়েফার অনুমোদন

প্রথম বাংলাদেশি হিসেবে ফিফকো’র সহ-সভাপতি হলেন ইমরানুর রহমান

প্রথম বাংলাদেশি হিসেবে ফিফকো’র সহ-সভাপতি হলেন ইমরানুর রহমান