প্যারিস অলিম্পিকে অ্যাথলেটিকস ইভেন্টের সময়সূচি চূড়ান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৮ পিএম, ২৮ জুলাই ২০২২
প্যারিস অলিম্পিকে অ্যাথলেটিকস ইভেন্টের সময়সূচি চূড়ান্ত

২০২৪ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে বসবে গ্রীষ্মকালীন অলিম্পিকের ৩৩তম আসর। অলিম্পিকে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা অ্যাথলেটিকসের ট্র্যাক অ্যান্ড ফিল্ড। সেই ইভেন্টের জন্য সময়সূচি চূড়ান্ত করেছে প্যারিস অলিম্পিকের আয়োজকরা।

২০২৪ সালের ২৪ জুলাই থেকে ১১ আগস্ট প্যারিসে বসবে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিক। ১৯ দিনের এই মহাযজ্ঞে ৭৬২ সেশনে অনুষ্ঠিত হবে ৩২৯ ইভেন্ট।

এর মধ্যে সবার নজরে থাকবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের অ্যাথলেটিকস। সেই অংশটুকু শুরু হবে ২০২৪ সালের ১ আগস্ট। ট্র্যাক অ্যান্ড ফিল্ডের অংশটুকু শেষ হবে ১১ আগস্ট। বিষয়টি নিশ্চিত করেছে প্যারিস অলিম্পিকের আয়োজন কর্তৃপক্ষ।

অলিম্পিকের দুই বছর বাকি থাকলেও চলতি বছরের ডিসেম্বরে ছাড়া হবে প্যারিসের টিকিট। এই টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২৪ ইউরো। এই অর্থের বিনিময়ে ছাড়া হবে প্রায় এক মিলিয়ন টিকিট। এছাড়াও রয়েছে ৫০ ইউরো ও ১০০ ইউরো মূল্যের টিকিট।

আরও পড়ুন- অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভূক্তির শেষ চেষ্টায় আইসিসি

অলিম্পিকের কোনো ইভেন্টের ফাইনাল দেখতে হলে ক্রীড়াপ্রেমিদের খরচ করতে হবে ১০০ ইউরো। আর যেকোনো ইভেন্টের শুরু থেকে শেষ পুরোটা দেখতে হলে খরচ করতে হবে ৯৫০ ইউরো। এমনটাই জানিয়েছে প্যারিস অলিম্পিকের আয়োজক কতৃপক্ষ।

সাধারণ সমর্থক ছাড়াও অলিম্পিক দেখতে আসেন বিভিন্ন অতিথিরাও। তাই সব টিকিট সাধারণ দর্শকদের জন্য ছাড়তে পারছে না প্যারিস কর্তৃপক্ষ। তবে সমর্থকদের জন্য ৫০ শতাংশের বেশি টিকিট বরাদ্দ রাখার ঘোষণা দিয়েছে আয়োজকরা।

অলিম্পিকে সাধারণত টিকিট বিক্রি করা হয় সেশনভিত্তিক। এবারই প্রথম একজন সমর্থক একবারে দুই বা ততোধিক সেশনের জন্য টিকিট কিনতে পারবেন। চলতি বছরের ডিসেম্বর থেকে শুরু হওয়া এই টিকিট বিক্রি শেষ হবে ২০২৩ সালে ফেব্রুয়ারিতে। তাই সমর্থকদের প্যারিসে যাওয়ার বিষয়টি নির্ধারণ করতে হবে বেশ দ্রুতই।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

২০৩৬ অলিম্পিক আয়োজক হতে ভারতকে সাহায্যে প্রস্তুত রাশিয়া

২০৩৬ অলিম্পিক আয়োজক হতে ভারতকে সাহায্যে প্রস্তুত রাশিয়া

ডোপ টেস্টে পজিটিভ হয়েও বেইজিং অলিম্পিকে রাশিয়ান অ্যাথলেট

ডোপ টেস্টে পজিটিভ হয়েও বেইজিং অলিম্পিকে রাশিয়ান অ্যাথলেট

দেশ ছাড়লেন আফগানিস্তানের পতাকাবাহক নারী অলিম্পিয়ান

দেশ ছাড়লেন আফগানিস্তানের পতাকাবাহক নারী অলিম্পিয়ান

অলিম্পিকে ১০ পদক, বিশ্ব রেকর্ড গড়লেন অ্যালিসন ফেলিক্স

অলিম্পিকে ১০ পদক, বিশ্ব রেকর্ড গড়লেন অ্যালিসন ফেলিক্স