দেশের বক্সিংয়ের মানোন্নয়নে অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৬ পিএম, ০৯ আগস্ট ২০২৩
দেশের বক্সিংয়ের মানোন্নয়নে অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তি

দেশে বক্সিং খেলার মানোন্নয়নে অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত চুক্তিতে সই করেন বাংলাদেশের পক্ষে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির চেয়ারম্যান মো. আসাদুজ্জামান এবং অস্ট্রেলিয়ার পক্ষে মাইক অলট্রামোরা।

এ চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশের বক্সিংয়ে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। চুক্তির পাশাপাশি অস্ট্রেলিয় বক্সিং সংস্থার সাথে ‘বাংলাদেশ-অস্ট্রেলিয়া বক্সিং কমিউনিটি’ নামে একটি সংগঠনও গঠন করা হয়। এ সংগঠনটি দুই দেশের পেশাদার বক্সিংয়ের উন্নয়ন এবং উৎকর্ষ সাধনে একযোগে কাজ করবে।

সম্প্রতি বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির চেয়ারম্যান মো. আসাদুজ্জামানের নেতৃত্বে দেশের দুই পেশাদার বক্সার জয়নুল ইসলাম ও মোহন আলী অস্ট্রেলিয়ায় একটি বক্সিং টুর্নামেন্টে অংশ নেন।

খেলা শেষে বক্সাররা দেশে ফিরে আসলেও আসাদুজ্জামান অস্ট্রেলিয়াতে অবস্থান করে সে দেশের পেশাদার বক্সিং সংস্থার সাথে বাংলাদেশের বক্সিংয়ের উন্নয়ন এবং সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

দ্বিপাক্ষিক ওই আলোচনার সুফল হিসেবে অস্ট্রেলিয়ান বক্সিং সংস্থার সঙ্গে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।


শেয়ার করুন :