তিন আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৩ পিএম, ১৮ নভেম্বর ২০২৩
তিন আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন সাকিব

ফাইল ফটো

জাতীয় সংসদ সদস্য নির্বাচনে তিন আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কিনেছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। আসনগুলো হলো- মাগুরা-১, মাগুরা-২ এবং ঢাকা- ১০।

শনিবার (১৮ নভেম্বর) আওয়ামী লীগের অফিসে থেকে এ মনোনয়ন ফরস সংগ্রহ করেন। সাকিবের পক্ষে একজন প্রতিনিধি মনোনয়ন ফরমগুলো সংগ্রহ করেন।

ঢাকা বিভাগের বুথের দায়িত্বে থাকা মাহমুদুল আসাদ রাসেল ঢাকা–১০ আসনে সাকিবের মনোনয়ন ফরম কেনার বিষয়টি সংবাদ মাধ্যমের নিশ্চিত করেছেন। মাগুরা–১ ও মাগুরা–২ আসনের জন্য সাকিবের মনোনয়ন ফরম নেওয়ার বিষয়টি খুলনা বুথের দায়িত্বে থাকা শেখ মো. হাসান মেহেদী নিশ্চিত করেছেন।

২০২৪ সালের জানুয়ারির ৭ তারিখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা অনুযায়ী মনোনয়পত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর।

তফসিল ঘোষণার পর শনিবার থেকে সংসদ নির্বাচনের জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বিক্রি শুরু করেছে। প্রথম দিনই তিন আসন থেকে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাকিব।

সূত্রে জানা গেছে, নিজ জেলা মাগুরা থেকে দুটি আসনে ফরম নিলেও ঢাকা- ১০ থেকে নির্বাচন করার সম্ভবানা বেশি।


বিষয়ঃ

শেয়ার করুন :