নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫১ এএম, ০৩ জুলাই ২০২৫
নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২ জুলাই) দিনগত রাতে রাজধানী ঢাকার লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মানিকগঞ্জ জেলার গোয়েন্দা পুলিশ নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে মানিকগঞ্জের দৌলতপুর ও মানিকগঞ্জ সদর থানায় দুটি মামলা রয়েছে।

নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। যা অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছর ২৪ অক্টোবর দুর্জয় ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত।

এছাড়া জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায়ও তার বিরুদ্ধে মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (৩ জুলাই) তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক কর্মকর্তা।

২০২৪ সালের ৫ আগষ্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে পলাতক রয়েছে সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক নাঈমুর রহমান দুর্জয়। সকলের ধারণা ছিল তিনি দেশত্যাগ করেছেন। তবে তাকে ঢাকা থেকেই গ্রেফতার করা হলো।



শেয়ার করুন :