বাংলাদেশ জাতীয় দলে নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে বাড়ি তৈরি করে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির বোর্ড সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে বোর্ড পরিচালক ও মিডিয়া কিমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু এ তথ্য জানিয়েছেন।
দুইবারের সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণার রাঙামাটির বাড়িটি অতি সাধারণ। বাঁশের বেড়া দিয়ে তৈরি এই বাড়ি নিয়ে গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমেও বেশ চর্চা হয়েছে। সাফ জয়ের পুরস্কার হিসেবে স্থানীয় প্রশাসনের কাছ থেকে বাড়ি করার জন্য জমি পেয়েছিলেন এই ফুটবলার। তবে সেখানে এখনো বাড়ি নির্মাণ করা সম্ভব হয়নি।
এবার তারকা এই নারী ফুটবলার ঋতুপর্ণার পাশে দাঁড়ালো বিসিবি। রাঙামাটিতে তাকে একটি বাড়ি করে দেওয়ার উদ্যোগ নিয়েছে বিসিবি। শনিবার (৯ আগষ্ট) বিসিবির বোর্ড মিটিংয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ঠিক কবে নাগাদ এ বিষয়ে কাজ শুরু করা হবে সেটি জানা যায়নি।
ঋতুপর্ণার অসুস্থ মায়ের পাশে তারেক রহমান
বোর্ড মিটিং শেষে সংবাদ সম্মেলনে ইফতেখার রহমান মিঠু বলেন, “জাতীয় নারী দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে বাড়ি করে দেবে বিসিবি।”
বিসিবির আজকের বোর্ড সভায় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়া থেকে অনলাইনে যুক্ত ছিলেন।