কাকলীকে হারিয়ে ফাইনালে রাইজিং

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২২ পিএম, ০৯ নভেম্বর ২০১৮
কাকলীকে হারিয়ে ফাইনালে রাইজিং

শেরপুর জেলা ফুটবল লিগের প্রথম সেমি-ফাইনালে টাইব্রেকারে কোকলি স্পোর্টিং ক্লাবকে ৩-১ গোলে পরাজিত করে ফাইনালে উঠেছে রাইজিং ক্লাব। শুক্রবার (৯ নভেম্বর) শহরের শহীদ দারোগ আলী পৌরপার্কে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলার নির্ধারিত সময়ে গোলশূন্য অমিমাংসিত থাকয় শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায় খেলা। বিকেলে খেলার শুরু থেকে আক্রমণ পাল্টা-আক্রমণ করে খেলতে থাকে দল দু’টি। তবে দু’দলের আক্রমণভাগের খেলোয়াড়দের ব্যর্থতায় কোন দলই গোলের দেখা পায়নি।

টাইব্রেকারে রাইজিং ক্লাবের অধিনায়ক ইমরান গোল পোস্টের বাইরে কিক করলে গোল মিস করেন এবং নিজেদের দলের অপর খেলোয়াড় সাগরের শট গোলকিপার দুলাল মিয়া ফিরিয়ে দেন। তবে মারুফ, জুয়েল এবং দিপ্ত মিয়া গোল করেন।

অপরদিকে কাকলি স্পোটিং ক্লাবের পক্ষে টাইব্রেকারে তনবির গোল করলেও সুমন মিয়া বল বাইরে চলে যায়। এছাড়া সজল ও কালুর শট গোলকিপার আলী মিয়া রুখে দিলে ৩-১ গোলেরর জয় নিয়ে মাঠ ছাড়ে রাইজিং ক্লাব।

পেনাল্টি শট মিস করলেও মাঠে অনবদ্য নৈপুণ্যের কারণে রাইজিং ক্লাবের অধিনায়ক ইমরান রাজন স্পোর্টস কর্নারের সৌজন্যে ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরষ্কার লাভ করেন। পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ইমরানের হাতে সেরা খেলোয়াড়ের পুরষ্কারের ক্রেস্ট তুলে দেন।

গত ২৫ অক্টোবর থেকে শেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে স্থানীয় শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে সাইফ পাওয়ার ব্যাটারি শেরপুর জেলা ফুটবল লিগ-২০১৮ শুরু হয়েছে। এবারের ফুটবল লিগে মোট ১২টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে।

দলগুলো হলো
রাইজিং স্পোর্টিং ক্লাব, কাকলী স্পের্টিং ক্লাব, দূর্বার তরুণ সংঘ, সবুজসেনা, মোহাম্মদ আলী স্পোর্টিং ক্লাব, অগ্রগামী ক্লাব, উত্তরা স্পোর্টিং ক্লাব, প্রবীণ একাদশ, কুসুমকলি স্পোর্টিং ক্লাব, হিমাচল ক্লাব, শ্রীবরদী উপজেলা ক্রীড়া সংস্থা ও অ্যাকটিভ ক্লাব।


শেয়ার করুন :


আরও পড়ুন

শুরু হলো শেরপুর জেলা ফুটবল লিগ

শুরু হলো শেরপুর জেলা ফুটবল লিগ

ঢাকায় বসছে অল এশিয়া ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ

ঢাকায় বসছে অল এশিয়া ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ

ফেসবুক পেইজ হারালেন মোস্তাফিজ

ফেসবুক পেইজ হারালেন মোস্তাফিজ

ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার ট্রেনিং বাংলাদেশে

ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার ট্রেনিং বাংলাদেশে