ভারতীয় ক্রিকেটাররা কোন ব্র্যান্ডের মুঠোফোন ব্যবহার করেন?

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০২ পিএম, ১৫ জানুয়ারি ২০১৯
ভারতীয় ক্রিকেটাররা কোন ব্র্যান্ডের মুঠোফোন ব্যবহার করেন?

ভারতীয় ক্রিকেটাররা কোন ব্র্যান্ডের মুঠোফোন ব্যবহার করেন? ভারতীয় কয়েক জন ক্রিকেটার কি ধরনের মুঠোফোন ব্যবহার করেন, সেটা খোঁজার চেষ্টা করেছে ভারতের বাংলা জনপ্রিয় পত্রিকা আনন্দবাজার।

আনন্দবাজার এক প্রতিবেদনে জানায়, ভারতের কয়েকজন তারকা খেলোয়াড়দের ব্যবহার করা মুঠোফোনের ব্র্যান্ডের নাম জানতে পারে পত্রিকাটি। তার মধ্যে শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, রোহিত শর্মা ও যুবরাজ সিং কি ব্র্যান্ডের মুঠোফোন ব্যবহার করে তা জানা গেছে। তবে সবাই স্মার্ট ফোন ব্যবহার করে বলে পত্রিকাটির দাবি।

তাহলে চলুক দেখে নেওয়া যাক ভারতীয় ক্রিকেটাররা কি মুঠোফোন ব্যবহার করেন:

বিরাট কোহলি : ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি ‘স্টাইলিশ’ বলেই পরিচিত। সারা ভারতের ফ্যানরা তাঁর চুলের স্টাইল পর্যন্ত অনুসরণ করে ফেলেন মুহূর্তেই। বিরাট এই বর্তমানে ব্যবহার করেন ‘আইফোন এক্স’। এই মডেলের আইফোনের দাম ভারতী এক লাখ রুপিরও বেশি। যদিও তিনি শাওমি ব্র্যান্ডের অ্যাম্বাসেডর। তবে তাকে মাঝে মাঝে শাওমি ব্র্যান্ডের ফোনও তার হাতে দেখা যায়।

মহেন্দ্র সিং ধোনি : ‘ক্যাপ্টেন কুল’ খ্যাত মহেন্দ্র সিং ধোনি। তিনি সবচেয়ে বেশি বাইক ভালবাসেন। তবে ধোনি মূলত ব্যবহার করেন আইফোন ৭-প্লাস। যার ভারতীয় মূল্য ৬৫ হাজার রূপির কাছাকাছি।

রোহিত শর্মা : হিটম্যান খ্যাত রোহিত শর্মা। তিনি শুধু ক্রিকেটের জন্যই নয়, স্বভাবের কারণেও ক্রিকেট অনুরাগীদের কাছে বেশ জনপ্রিয়। রোহিত ব্যবহার করেন স্যামসাং গ্যালাক্সি এস ৮। ফোনের দাম ৫৪ হাজার রূপির কাছাকাছি।

যুবরাজ সিং : শুধুমাত্র ক্রিকেটার হিসেবে নয়, ক্যান্সারের মতো মারণ ব্যাধীকে জয় করে যুবরাজ সিং দেশের মানুষের কাছে অন্যতম অনুপ্রেরণা। তিনি আইফোন ৭ এস ব্যবহার করেন।

শচীন টেন্ডুলকার : লিটল মাস্টার খ্যাত বিরাট কোহলির মতো শচীন টেন্ডুলকারও আইফোন ৭ এস ব্যবহার করেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

পান্ডের অশালীন মন্তব্য নিয়ে যা বললেন কোহলি

পান্ডের অশালীন মন্তব্য নিয়ে যা বললেন কোহলি

অনুষ্কাকে মাঠেই জড়িয়ে ধরলেন বিরাট

অনুষ্কাকে মাঠেই জড়িয়ে ধরলেন বিরাট

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে ডাক পেলেন ধোনি

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে ডাক পেলেন ধোনি

নিষিদ্ধ রাহুল-হার্দিকের স্থানে ডাক পেলেন শঙ্কর-গিল

নিষিদ্ধ রাহুল-হার্দিকের স্থানে ডাক পেলেন শঙ্কর-গিল