মাশরাফির ফাউন্ডেশনের পাশে প্রাণ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৫ এএম, ২৭ ডিসেম্বর ২০১৭
মাশরাফির ফাউন্ডেশনের পাশে প্রাণ

নিজ জেলা নড়াইলের মানুষের সামগ্রিক উন্নয়নে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের পাশে দাঁড়িয়েছে দেশের জনপ্রিয় বোতলজাত পানির ব্র্যান্ড প্রাণ ড্রিংকিং ওয়াটার।

রাজধানীর মিরপুরে প্রাণ বেভারেজ লিমিটেড ও নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফি বিন মর্তুজা ও প্রাণ বেভারেজ লিমিটেড এর নির্বাহী পরিচালক আনিসুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ওই চুক্তিপত্র বিনিময় করেন।

এ চুক্তির ফলে মাশরাফির নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনকে আর্থিক সহযোগিতা করবে প্রাণ ড্রিংকিং ওয়াটার। এছাড়া প্রাণ ড্রিংকিং ওয়াটারের বোতলের গায়ে ফাউন্ডেশনের লোগো ব্যবহার করা হবে।

মাশরাফি বলেন, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কল্যাণে পুরো নড়াইল শিক্ষা, স্বাস্থ্য, আইসিটি, পর্যটন, ক্রীড়া ও সংস্কৃতিসহ সব ক্ষেত্রে বদলে যাবে, সেই স্বপ্ন দেখেন তিনি। তার এই স্বপ্ন বাস্তবায়নে প্রাণ ড্রিংকিং ওয়াটার এগিয়ে আসায় এর সাথে সংশ্লিষ্ট সবাইকে তিনি ধন্যবাদ জানান।

আনিসুর রহমান বলেন, মাশরাফি অনেক বড় হৃদয়ের মানুষ। তার এ উদ্যোগের সাথে সম্পৃক্ত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

অনুষ্ঠানে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনীক, প্রাণ বেভারেজ লিমিটেডের হেড অব মার্কেটিং আতিকুর রহমান ও ব্র্যান্ড ম্যানেজার আব্দুল্লাহ আল জাবের উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

রাশিয়ার ১১ অ্যাথলিট আজীবন নিষিদ্ধ

রাশিয়ার ১১ অ্যাথলিট আজীবন নিষিদ্ধ

নড়াইলে উন্নয়নমূলক কাজে মাশরাফি

নড়াইলে উন্নয়নমূলক কাজে মাশরাফি

শেরপুরে বাংলাদেশ যুব গেমসের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে বাংলাদেশ যুব গেমসের সমাপনী অনুষ্ঠিত

মাশরাফির সৌজন্যে অ্যাম্বুলেন্স পেল নড়াইলবাসী

মাশরাফির সৌজন্যে অ্যাম্বুলেন্স পেল নড়াইলবাসী