শেরপুরে অনুষ্ঠিত ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নমেন্টে নেত্রকোনা জেলা পুলিশ দলকে হারিয়ে জামালপুর জেলা পুলিশ দল চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) শেরপুর পুলিশ লাইন্স মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় জামালপুর জেলা পুলিশ দল কনস্টেবল রুবেল জুনিয়রের অলরাউন্ড নৈপূণ্যে নেত্রকোনা জেলা পুলিশ দলের বিপক্ষে ৩০ রানের জয় তুলে নেয় জামালপুর। টি-টেন (১০ ওভার) ফরমেটে এ ক্রিকেট প্রতিযোগিতায় টস জিতে জামালপুর পুলিশ দল প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ৮৭ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৫৭ রান সংগ্রহ করে নেত্রকোনা পুলিশ দল।
জামালপুর পুলিশ দলের কনস্টেবল রুবেল জুনিয়র ব্যাট হাতে অপরাজিত ৪৫ রান এবং ২ ওভার বল করে ২ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এবং ‘ম্যান অব দ্য ফাইনাল’ পুরষ্কার লাভ করেন। একই সাথে পুরো টুর্নামেন্টে ৩ ম্যাচে ৮৮ রান ও ৪ উইকেট দখল করায় ‘ম্যান অব দ্য সিরিজ’ও নির্বাচিত হন তিনি।
খেলা শেষে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজ নিবাস চন্দ্র মাঝি বিপিএম প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরষ্কারের ট্রফি ও ক্রেস্ট বিতরণ করেন। এ সময় ময়মনসিংহ রেঞ্জের চার জেলার পুলিশ দলের সেরা খেলোয়াড়দের নিয়ে আইজিপি কাপ ক্রিকেটের জন্য ময়মনসিংহ রেঞ্জ দল গঠন করা হবে বলেও ঘোষণা দেন তিনি।
রেঞ্জ দল আইজিপি কাপে চ্যাম্পিয়ন কিংবা রানারআপ হলে তাদেরকে ২ লক্ষ টাকা রেঞ্জ ডিআইজর পক্ষ থেকে পুরষ্কার প্রদান করা হবে।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম-এর সভাপতিত্বে বিশেষ অতিথি জামালপুর জেলা পুলিশ সুপার দেলোয়ার হোসেন বিপিএম পিপিএম (বার) এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টি-টেন পদ্ধতিতে অনুষ্ঠিত ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্টে ময়মনসিংহ বিভাগের স্বাগতিক শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলা পুলিশ দল রাউন্ড রবীন লিগ ভিত্তিতে খেলায় অংশগ্রহণ করে।