আইসিসির ফেসবুক কভারে ‘বাংলাদেশ’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩১ পিএম, ১৬ এপ্রিল ২০১৯
আইসিসির ফেসবুক কভারে ‘বাংলাদেশ’

লন্ডনের অনুষ্ঠিতব্য দ্বাদশ ক্রিকেট বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড ঘোষণাকে স্বাগত জানিয়ে টাইগারদের ছবি দিয়ে ফেসবুক পেইজের কভার ফটো করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এ স্কোয়াড ঘোষণা করেন। ঘোষিত স্কোয়াডে নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার কাঁধে নেতৃত্বের দায়িত্ব দিয়ে তার ডেপুটি করা হয়েছে সাকিব আল হাসানকে। এছাড়া বিশ্বকাপের স্কোয়াডে চমক হিসেবে রাখা হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকত ও আবু জায়েদ রাহিকে।

তবে দলে জাগয়া পাননি আলোচনায় থাকা ইমরুল কায়েস। এছাড়া ইনজুরি থেকে সদ্য ফেরা তাসকিন আহমেদও বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাননি।

বিশ্বকাপের জন্য আজ (মঙ্গলবার) দুপুর সাড়ে ১২টার দিকে স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। বাংলাদেশের স্কোয়াড ঘোষণার ১০ ঘণ্টার পর রাত সাড়ে ১০টার (বাংলাদেশ সময়) দিকে বাংলাদেশ ক্রিকেটারদের ছবি দিয়ে আইসিসির ভেরিফায়েড ফেসবুক পেইজের কভার পরিবর্তন করা হয়।

ফেসবুকের কভার ছবিতে বাংলাদেশের চারজন ক্রিকেটার রয়েছেন। তারা হলেন- সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও স্কোয়াডে চমক হিসেবে স্কোয়াডে থাকা আবু জায়েদ রাহি।

কভার ছবিতে বাংলাদেশ ক্রিকেটারদের ছবি ব্যবহার করায় মুহূর্তের মধ্যে টাইগার ভক্তরা অভিনন্দন জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত মাত্র ৫৬ মিনিটে ২৩ হাজার লাইক, ২ হাজার কমেন্টস ও ৫৫৭ জন শেয়ার করেছেন। কমেন্টসের মধ্যে অধিকাংশই বাংলাদেশ ক্রিকেটারদের ছবি ব্যবহা্র জন্য আইসিসিকে ধন্যবাদ জানানো হয়েছে।



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ বিশ্বকাপ দলে নেই তাসকিন, চমক রাহি-সৈকত

বাংলাদেশ বিশ্বকাপ দলে নেই তাসকিন, চমক রাহি-সৈকত

বিশ্বকাপে না থাকায় অঝরে কাঁদলেন তাসকিন

বিশ্বকাপে না থাকায় অঝরে কাঁদলেন তাসকিন

যে কারণে বিশ্বকাপে মোসাদ্দেক হোসেন সৈকত

যে কারণে বিশ্বকাপে মোসাদ্দেক হোসেন সৈকত

প্রথমবারের মতো বিশ্বকাপে ৭ তরুণ টাইগার তুর্কি

প্রথমবারের মতো বিশ্বকাপে ৭ তরুণ টাইগার তুর্কি