সাত বিভাগে বড় পর্দায় বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০১ এএম, ০৬ ডিসেম্বর ২০১৯
সাত বিভাগে বড় পর্দায় বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান

বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান টিভি ছাড়াও দেশের সাত বিভাগে বড় পর্দায় দেখানোর আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (৮ ডিসেম্বর) টিভিতে দেখা ছাড়াও এসব পর্দায় সরাসরি দেখা যাবে বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী ও সাংস্কৃতি অনুষ্ঠান।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পূর্বপাশে উদ্বোধন ও সাংস্কৃতির অনুষ্ঠানের মঞ্চ তৈরি করা হয়েছে। মিরপুরের গ্যালারি বসেও ৮ হাজার দর্শক এ অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। তার মধ্যে সাধারণ দর্শকদের জন্য ৫ হাজার টিকিট বিক্রি করছে বিসিবি

এ বিষয়ে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বলেছেন, তিনটি চ্যানেলে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি দেখানো হবে। গাজী টিভি, মাছরাঙা টিভি এবং নিউজ২৪ উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে।

তিনি বলেন, মাঠে বসে এ অনুষ্ঠান দেখার চাহিদা এক লাখের ওপরে। অথচ আমাদের ধারণা অনুযায়ী এখানে দর্শক আসন হবে মাত্র ১০-১২ হাজার। ভিআইপিদের টিকিট দেওয়ার পর প্রকৃত অবস্থা বোঝা যাবে। তবে কেউ যেন এ অনুষ্ঠান দেখা থেকে বঞ্চিত না হয়, সে জন্য আমরা কিছু পয়েন্ট ঠিক করেছি। সাতটি বিভাগে এ অনুষ্ঠান বড় পর্দায় দেখানো হবে।

পাপন আরও বলেন, বিসিবি'ই এ আয়োজন করছে। ঢাকা শহরেও কিছু পয়েন্ট ঠিক করেছি। টিএসসি, গুলশান বা বনানী ক্লাবে একটা, ধানমন্ডি রবীন্দ্র সরোবরে বড় পর্দায় অনুষ্ঠান দেখানো হবে। মিরপুরের দর্শকদের জন্য সিটি ক্লাব মাঠ বা অন্য কোনো মাঠে বড় পর্দার আয়োজন করছি। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমরা আয়োজন করার চেষ্টা করছি।

রোববার বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান মাতাবেন বলিউড তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ। তারা ছাড়াও বাংলাদেশের জেমস গান পরিবেশন করবেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

তিন ভেন্যুতে বঙ্গবন্ধু বিপিএল, উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম-সিলেট

তিন ভেন্যুতে বঙ্গবন্ধু বিপিএল, উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম-সিলেট

বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনীতে থাকবে সালমান-ক্যাটরিনা

বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনীতে থাকবে সালমান-ক্যাটরিনা

বঙ্গবন্ধু বিপিএলে দল পাননি আশরাফুল-রাজ্জাকরা

বঙ্গবন্ধু বিপিএলে দল পাননি আশরাফুল-রাজ্জাকরা

বঙ্গবন্ধু বিপিএল প্লেয়ার্স ড্রাফট : কে পেল কোন দল

বঙ্গবন্ধু বিপিএল প্লেয়ার্স ড্রাফট : কে পেল কোন দল