করোনাভাইরাসে আক্রান্ত জাপান অলিম্পিক কমিটির ডেপুটি প্রধান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৭ এএম, ১৮ মার্চ ২০২০
করোনাভাইরাসে আক্রান্ত জাপান অলিম্পিক কমিটির ডেপুটি প্রধান

ফাইল ছবি

করোনাভাইরাসে কারণে থেমে গেছে ক্রীড়াজগত। ইতোমধ্যে ক্রীড়াজগতের অনেকেই আক্রান্ত হয়েছেন। এবার করোনাভাইরাসের থাবায় আক্রান্ত হলেন জাপান অলিম্পিক কমিটির ডেপুটি প্রধান কোজো তাসিমা। এক বিবৃতিতে তিনি নিজেই এ খবর নিশ্চিত করেছেন।

তাসিমা বলেন, ‘করোনাভাইরাস পরীক্ষায় আমার রিপোর্টটি পজিটিভ এসেছে। জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের মাধ্যমে এই বিবৃতি দেন তিনি। কারণ জাপান ফুটবলের প্রধান এই তাসিমা। গ্রীষ্মকালীন গেমসে টোকিও নিরাপদ কি-না তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।

তাসিমা আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে ব্যবসায়িক সফরে ছিলেন। আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের বার্ষিক সাধারন সভায় অংশ নিতে প্রথমে বেলফাস্টে যান। ২ মার্চ, ২০২৩ সালের মহিলা বিশ্বকাপের জন্য জাপান আগ্রহী তা উপস্থাপন করতে উয়েফার বৈঠকের জন্য আমস্টারডাম সফর করেছিলেন তিনি। ৩ মার্চ উয়েফার একটি সাধারন সভায়ও অংশ নেন তাসিমা।

বিবৃতিতে তাসিমা বলেন, ‘মার্চের শুরুতে আমস্টারডাম ও ইউরোপে করোনাভাইরাসের নিয়ে এখনকার মত এতটা শঙ্কিত ছিল না। সকলেই আলিঙ্গন, করমর্দন ও গালে চুম্বন করেছে।’

পরবর্তীতে জাপান মহিলা দলর খেলা দেখতে আমেরিকা সফর করেছিলেন তাসিমা। ৮ মার্চ নিজ দেশে ফিরে আসেন তিনি।



শেয়ার করুন :


আরও পড়ুন

পূর্ব পরিকল্পনা অনুযায়ীই অনুষ্ঠিত হবে টোকিও অলিম্পিক

পূর্ব পরিকল্পনা অনুযায়ীই অনুষ্ঠিত হবে টোকিও অলিম্পিক

‘ক্রীড়াঙ্গনে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেছিলেন বঙ্গবন্ধু’

‘ক্রীড়াঙ্গনে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেছিলেন বঙ্গবন্ধু’

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করলো মুশফিকরা

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করলো মুশফিকরা

বর্ষসেরা ক্রীড়াবিদ আর্চার ও অ্যাশার স্মিথ

বর্ষসেরা ক্রীড়াবিদ আর্চার ও অ্যাশার স্মিথ