করোনার চিকিৎসা ও প্রতিষেধক তৈরিতে মেসির অনুদান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৫ এএম, ২৫ মার্চ ২০২০
করোনার চিকিৎসা ও প্রতিষেধক তৈরিতে মেসির অনুদান

ফাইল ছবি

প্রাণঘাতী করোনাভাইরাস ঠেকাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিত্তবানরা। এবার সেই কাতারে যুক্ত হলেন ফুটবল তারকা লিওনেল মেসি। বার্সেলোনায় একটি হাসপাতালে ১০ লাখ ইউরো (প্রায় ৯ কোটি ২১ লাখ টাকা) দান করেছেন তিনি।

সংবাদমাধ্যম জানিয়েছে, ওই হাসপাতালে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার পাশাপাশি ভাইরাসের প্রতিষেধক বের করতে গবেষণাও করা হবে। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের অফিশিয়াল টুইটার পেজে মেসির সহায়তার খবরটি নিশ্চিত করেছে। সাহায্যের অঙ্কটা জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’।

হসপিটাল ক্লিনিক তাদের টুইটারে লেখেন, ‘কোভিড-১৯ ভাইরাসের বিপক্ষে লড়তে ক্লিনিকে সহায়তা করেছেন মেসি। সহায়তা এবং কথা রাখার জন্য তোমায় ধন্যবাদ লিও।’ সংবাদমাধ্যম জানিয়েছে, আর্জেন্টিনার একটি মেডিকেল সেন্টারেও দান করেছেন বার্সা ফরোয়ার্ড।

হাসপাতালের বিবৃতিতে আরও বলা হয়, ‘সবার সাহায্যই আমাদের কাজে লাগবে। হাসপাতালের সব কর্মীর পক্ষ থেকে ধন্যবাদ।’ স্পেনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৪০ হা্জার। মৃতের সংখ্যা প্রায় ৩ হাজার।

করোনার কবলে পড়ে সারা বিশ্বে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪ লাখ ২২ হাজার ৯৪৫ জন আর মৃত্যুবরণ করেছে ১৮ হাজার ৯০৭ জন। অপরদিকে সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯ হাজার ১০২ জন। স্পেনে করোনায় আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৫৮ জন আর মৃত্যুবরণ করেছে ২ হাজার ৯ শত ৯১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩ হাজার ৭৯৪ জন।

 


শেয়ার করুন :


আরও পড়ুন

করোনার বিরুদ্ধে যারা লড়ছেন তাদেরকে স্যালুট : সাকিব

করোনার বিরুদ্ধে যারা লড়ছেন তাদেরকে স্যালুট : সাকিব

বন্ধ হলো রোমান সানাদের অনুশীলন ক্যাম্প

বন্ধ হলো রোমান সানাদের অনুশীলন ক্যাম্প

এক বছর পিছিয়ে গেল টোকিও অলিম্পিক

এক বছর পিছিয়ে গেল টোকিও অলিম্পিক

করোনার প্রভাবে অশ্বিনের নাম পরিবর্তন

করোনার প্রভাবে অশ্বিনের নাম পরিবর্তন