তহবিল গঠনে আফ্রিদির অভিনব পদ্ধতি, টুইটারে প্রশংসা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৭ পিএম, ১৪ এপ্রিল ২০২০
তহবিল গঠনে আফ্রিদির অভিনব পদ্ধতি, টুইটারে প্রশংসা

ফাইল ছবি

করোনার মহামারীতে সবচেয়ে কষ্টে আছে খেটে খাওয়া মানুষগুলো। দেশে লকডাউন থাকায় কাজের তাগিদে বাহিরে যাওয়ার সুযোগ নেই তাই তো খেয়ে পড়ে বাঁচাই কষ্টসাধ্য হয়ে গেছে। ইতোমধ্যে এমন অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন সচ্ছল ব্যক্তিরা, পাশে দাঁড়িয়েছে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি ও তার  ফাউন্ডেশন।

ইতোমধ্যে অনেক মানুষের মাঝেই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। আফ্রিদির ফাউন্ডেশনে বেশ কয়েকজন ক্রিকেটারও আর্থিক অনুদান দিয়েছেন। এবার সহায়তার পরিমাণ বাড়াতে এক অভিনব পদ্ধতি বেছে নিলেন আফ্রিদি। এতদিন যে ব্র্যান্ডগুলোর হয়ে কাজ করেছেন তাদের কাছে কাজ করার জন্য আর পয়সা নিবেন না তবে তাদেরকে আফ্রিদির এই ফ্রি সার্ভিস পেতে হলে তহবিল গঠন ও ত্রাণ সহায়তায় এগিয়ে আসতে হবে।

নিজের অফিশিয়াল টুইটার আইডিতে আফ্রিদি এক ভিডিও বার্তা পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘আমি অনেক ভাগ্যবান, এই কারণে যে আমি অ্যাড বা প্রমোশনের কাজে অনেকের সঙ্গে কাজ করেছি। এখন কাজ করছি যারা করোনার কারণে কষ্ট পাচ্ছে তাদের জন্য।

যেসব ব্র্যান্ডের সঙ্গে আমি কাজ করেছি তাদের সবার কাছে আমার প্রস্তাবনা আছে। আমি ব্র্যান্ডের হয়ে বিনামূল্যে কাজ করবো, কোন পারিশ্রমিক নেবো না। আমি শুধু চাই আপনারা বিনিময়ে তহবিল গঠন করবেন এবং ত্রাণ সহায়তা দিবেন।’

 

আফ্রিদি এমন মহানুভব প্রস্তাব দেওয়ায় টুইটারে প্রশংসায় ভাসছেন। পাকিস্তানের ক্রিকেটার, সাংবাদিক, সাধারণ সমর্থকরা সবাই বাহবা দিচ্ছেন আফ্রিদিকে।

 



শেয়ার করুন :


আরও পড়ুন

সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রোনালদোর

সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রোনালদোর

হুইলচেয়ার ক্রিকেটারদের পাশে বিসিবি

হুইলচেয়ার ক্রিকেটারদের পাশে বিসিবি

স্বাস্থ্যকর্মীরা অজ্ঞাতনামা নায়ক : মেসি

স্বাস্থ্যকর্মীরা অজ্ঞাতনামা নায়ক : মেসি

ক্লাবের আচরণে বিরক্ত রাকিটিচ

ক্লাবের আচরণে বিরক্ত রাকিটিচ