ভালো ক্রিকেটও খেলতেন ইরফান খান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৭ পিএম, ২৯ এপ্রিল ২০২০
ভালো ক্রিকেটও খেলতেন ইরফান খান

ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে অবশেষে হার মেনেছেন জনপ্রিয় ভারতীয় চলচ্চিত্র তারকা ইরফান খান (৫৩)। বুধবার (২৯ এপ্রিল) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

অভিনয় দিয়ে উপমহাদেশ জয় করা ইরফান খান ক্রিকেটও খেলতেন। হতে পারতেন ভারতের একজন সফল ক্রিকেটারও। বয়সভিত্তিক ক্রিকেটে দারুণ পারফরমার ছিলেন। সুযোগ হয়েছিল ভারতের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট সিকে নাইডু ট্রফিতেও। তবে মাত্র ২০০-২৫০ রুপি সংগ্রহ না করতে পারায় তার আর ক্রিকেটার হয়ে ওঠা হয়নি।

২০১৭ সালে ভারতের কমিডিয়ান অ্যাবিশ ম্যাথুউয়ের অনুষ্ঠান ‘সন অব অ্যাবিশ’ -এ অতিথি হয়ে গিয়ে ইরফান খান নিজেই এ তথ্য জানিয়েছিলেন।

ইরফান বলেছিলেন, ‘শুরুতে আমি ক্রিকেটার হতে চেয়েছিলাম। আমার অধিনায়ক আমার বোলিং বেশ পছন্দ করতেন। এ জন্য আমাকে বোলার বানিয়েছিল। কিন্তু ব্যাটিংটা আমাকে বেশ টানত। কেন যেন অধিনায়ক আমাকে শুধু বলতো, ‘ভালো মতো বল করো।’ অধিনায়কের কথা শুনে আমিও ভালো বল করতাম এবং দেখা যেত একাধিক উইকেটও পেয়ে যেতাম।’

ইরফান আরও জানিয়েছিলেন, ‘আমি স্থানীয় একটি টুর্নামেন্টে টিকে গিয়েছিলাম। সিকে নাইডু দলে। পরিস্থিতি যেটা ছিল, আমি যদি খেলায় অংশ নিতে যেতাম তাহলে আমাকে বাসায় মিথ্যা কথা বলতে হতো। কারণ পরিবার কখনো আমার খেলা নিয়ে আগ্রহী ছিল না। আবার পরিবারের আগ্রহ ছাড়া অর্থ সংগ্রহ করা যেত না। কারণ ওই টুর্নামেন্ট খেলতে হলে আমাকে জয়পুর থেকে আজমিরে যেতে হতো। এ জন্য অর্থের প্রয়োজন ছিল। ট্রেনে আসা-যাওয়াসহ সব মিলিয়ে আনুমানিক ২০০-২৫০ রু‌পি। ওই অর্থ আমি সংগ্রহ করতে পারিনি। সেদিনই আমি বুঝেছিলাম আমার পক্ষে ক্রিকেট ক্যারিয়ার গড়া সম্ভব নয়।’

ক্রিকেটের পাশাপাশি অভিনয়েও আগ্রহ ছিল ইরফান খানের। ক্রিকেটের পথ কঠিন মনে হওয়ায় অভিনয়কেই বেছে নেন তিনি। ভর্তি হন ন্যাশনাল স্কুল অব ড্রামায়। তবে ওখানেও ভর্তির হতে তাকে ৩০০ রুপি খরচ করতে হয়।

ইরফান জানিয়েছিলেন, ‘ন্যাশনাল স্কুল অব ড্রামায় ভর্তির জন্য ৩০০ রুপি দরকার ছিল, যা দেওয়া আমার জন্য কঠিন ছিল। অবশেষে আমার বোন সেই রুপি দিয়েছিলেন।’

২০১৮ সালে যখন তার ক্যানসারের হওয়ার তথ্য প্রকাশ্যে আসার পর শুরু হয় বেঁচে থাকার লড়াই। জানা গেছে, মঙ্গলবার (২৮ এপ্রিল) কোলনের সংক্রমণ নিয়ে কোকিলাবেন হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছিলেন। এরপরই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। মৃত্যুকালে হাসপাতালে স্ত্রী সুতপা সিকদার এবং দুই ছেলে পাশেই ছিলেন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মুশফিক-সাকিবের পথে হাঁটছেন তারাও

মুশফিক-সাকিবের পথে হাঁটছেন তারাও

খেলার জন্য ক্রিকেটারদের প্রস্তুত রাখার পরিকল্পনা বিসিবির

খেলার জন্য ক্রিকেটারদের প্রস্তুত রাখার পরিকল্পনা বিসিবির

চেহারার মিল থাকায় স্লেজিংয়ের শিকার জো রুট

চেহারার মিল থাকায় স্লেজিংয়ের শিকার জো রুট

হঠাৎ ঝড় সবকিছুই ওলট-পালট করে দিল : রোনালদিনহো

হঠাৎ ঝড় সবকিছুই ওলট-পালট করে দিল : রোনালদিনহো