ভ্যাকসিনের দিকে তাকিয়ে অলিম্পিক কর্তৃপক্ষ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৩ পিএম, ২৯ এপ্রিল ২০২০
ভ্যাকসিনের দিকে তাকিয়ে অলিম্পিক কর্তৃপক্ষ

করোনাভাইরাসের কারণে চলতি বছরের নির্ধারিত টোকিও অলিম্পিক পিছিয়ে গেছে ২০২১ সালে। আগামী বছরের ২১ জুলাই এর মধ্যে করোনাভাইরাসের ভ্যাকসিন আবিস্কার না হলে পিছিয়ে যাওয়া টোকিও অলিম্পিক আয়োজন করা সম্ভব হবে না বলে মনে করেন টোকিও অলিম্পিক কমিটির প্রধান ইয়োশিরো মোরি।

২০২১ সাল পর্যন্ত পিছিয়ে গেছে আগামী ২১ জুলাই থেকে শুরু হতে যাওয়া টোকিও অলিম্পিকের আসর। পরিস্থিতির উন্নতি না হলে এটি ২০২১ সালেও আয়োজন করা সম্ভব হবে না বলে জানিয়েছে আয়োজকরা। এমনকি অলিম্পিক বাতিলও হয়ে যেতে পারে।

অলিম্পিক বাতিলের ইঙ্গিতই দিয়েছেন টোকিও অলিম্পিক কমিটির প্রধান ইয়োশিরো মোরি। মোরি জানান, ‘চলতি মাসেই অলিম্পিক এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে। কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি না হলে আগামী বছরের নতুন সময়সূচি অনুযায়ীও অলিম্পিক আয়োজন সম্ভব নয়। সেক্ষেত্রে এটি আবারও পিছিয়ে ২০২২ সালে নিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।

তখন অলিম্পিক বাতিলই করে দিতে হবে। তবে আশারবানীও শুনিয়েছেন মোরি। ভ্যাকসিন আবিস্কার হলেই আগামী বছর অলিম্পিক আয়োজন করা হবে। ভ্যাকসিন না হলে তা আয়োজন করা হবে না বলে জানিয়েছে জাপানের চিকিৎসকেরা, ‘ভ্যাকসিন বা টিকা আবিস্কার না হলে আগামী বছরে অলিম্পিক আয়োজন করা মোটেও উচিত কাজ হবে না।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পিছিয়ে গেল জুনিয়র এশিয়া কাপ হকি

পিছিয়ে গেল জুনিয়র এশিয়া কাপ হকি

ভালো ক্রিকেটও খেলতেন ইরফান খান

ভালো ক্রিকেটও খেলতেন ইরফান খান

চেহারার মিল থাকায় স্লেজিংয়ের শিকার জো রুট

চেহারার মিল থাকায় স্লেজিংয়ের শিকার জো রুট

সাকিব-বাটলারদের পথে হাঁটছেন আজহার আলী

সাকিব-বাটলারদের পথে হাঁটছেন আজহার আলী