নেইমারের বিরুদ্ধে সমকামী অধিকার কর্মীর মামলা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২১ এএম, ১১ জুন ২০২০
নেইমারের বিরুদ্ধে সমকামী অধিকার কর্মীর মামলা

ফাইল ছবি

লকডাউনের সময়টাতে নিজের সন্তান থেকেও ছয় বছরের ছোট ২২ বছর বয়সী থিয়াগো রামোস নামক একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন নেইমারের মা নাদিন গলকালভেস। তবে তা কেবল মাত্র ১০ ‍দিন স্থায়ী হয়েছিল। নাদিনকে এই সম্পর্ক শেষ করার জন্য বলেছিলেন এই পিএসজি তারকা।

নেইমার ও তার বন্ধুদের ভিডিও গেমস খেলার সময় করা আলোচনার অডিও ফাঁস হওয়ার পর, নেইমার তার মায়ের ছেলেবন্ধুকে সমকামীবিদ্বেষী গালি দিয়েছেন এবং শারীরিকভাবে নিগৃহের হুমকি দিয়েছেন এমন অভিযোগ আনে ব্রাজিলের এক সমকামী অধিকার কর্মী।

আগরিপিনো মাগালহ্যাস নামের ব্রাজিলের এক সমকামী অধিকার আন্দোলনকর্মী নেইমারের বিরুদ্ধে আদালতে ফৌজদারি নালিশ করে জানায়, নেইমার তার মায়ের ছেলেবন্ধুকে সমকামীবিদ্বেষী গালি দিয়েছেন এবং শারীরিকভাবে নিগৃহের হুমকি দিয়েছেন।

অভিযোগ পাওয়ার কথা এএফপির কাছে স্বীকার করেছেন সাও পাওলোর আদালত। তবে নেইমারের বিরুদ্ধে তদন্তের পর সিদ্ধান্ত হবে আনুষ্ঠানিক অভিযোগ (মামলা) করা হবে কি-না। নেইমারের গণসংযোগ দল এ ব্যাপারে অবশ্য কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে।

ব্রাজিলের সংবাদমাধ্যম জানিয়েছিল, এপ্রিলে এই সম্পর্ক শেষ হয়ে গেলেও সম্প্রতি নেইমারের মায়ের সঙ্গে ঝগড়া হয় রামোসের। এক পর্যায়ে আহত হয়ে হাসপাতালে যেতে হয়েছে এই মডেল ও পেশাদার গেমারকে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আরও ১৫০ ক্রীড়াবিদকে আর্থিক সহায়তা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আরও ১৫০ ক্রীড়াবিদকে আর্থিক সহায়তা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

করোনার মতো বর্ণবাদও থামাতে হবে : স্টার্লিং

করোনার মতো বর্ণবাদও থামাতে হবে : স্টার্লিং

জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে টেন্ডুলকার

জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে টেন্ডুলকার

‘অর্ডার অব অস্ট্রেলিয়া’ অ্যাওয়ার্ডে ভূষিত ক্লার্ক

‘অর্ডার অব অস্ট্রেলিয়া’ অ্যাওয়ার্ডে ভূষিত ক্লার্ক