মাশরাফি বিন মর্তুজা
মাশরাফি বিন মর্তুজা, বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র। ১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইলে জ্নগ্রহণ করা এ ক্রিকেটার বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম বোলিং স্তম্ভ ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেট দলের অধিনায়ক। মাশরাফির ডাক নাম ‘কৌশিক’। ডানহাতি এ ব্যাটসম্যানের বোলিংয়ের ধরন ডানহাতি মিডিয়াম পেস বোলার। বাংলাদেশ জাতীয় দল ছাড়াও তিনি এশিয়া একাদশের একদিনের আন্তর্জাতিক দলে খেলেছেন। ২০০১ সালে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে অভিষেক হয় মাশরাফির। একই সালে জিম্বাবুয়ের বিপক্ষে এমএ আজিজ স্টেডিয়ামে একদিনের আন্তর্জাতিক ম্যাচে তার অভিষেক হয়। এরপর একাধিকবার ইনজুরিতে পরে বার বার ফিরে এসেছেন ক্রিকেট মাঠে। এখনো খেলে যাচ্ছে একদিনের আন্তর্জাতিক ম্যাচ। তবে টেস্ট ও ক্রিকেটের ছোট পরিসর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন বাংলাদেশের এ জীবন্ত ক্রিকেটিয় কিংবদন্তি। বিস্তারিত নিচে দেখুন...