আয়োজকদের অনুরোধে ফিরছেন ওসাকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫১ এএম, ২৯ আগস্ট ২০২০
আয়োজকদের অনুরোধে ফিরছেন ওসাকা

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের কেনোশা শহরে গত মঙ্গলবার দুপুরে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ যুবক জ্যাকব ব্লেক আহত হওয়ার পর থেকেই পুরো শহরজুড়ে শুরু হয় বিক্ষোভ।

বর্ণবাদ বিরোধী আন্দোলনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ওপেন টেনিসের প্রস্তুতি হিসেবে চলমান ওয়েস্টার্ন অ্যান্ড সাদার্ন ওপেনের সেমিফাইনাল না খেলার ঘোষণা দেন চতুর্থ বাছাই জাপানের নাওমি ওসাকা।

বিক্ষোভের কারণে আয়োজকরাও বৃহস্পতিবার (২৭ আগস্ট) পর্যন্ত টুর্নামেন্টের সকল খেলা স্থগিতও রাখে। একদিন পর শুক্রবার (২৮ আগস্ট) থেকে শুরু হয়েছে সেমিফাইনাল ও ফাইনাল পর্ব।

এমন অবস্থায় ওসাকাকে টুর্নামেন্টের বাকি অংশে খেলতে অনুরোধ করেছেন আয়োজকরা। তাদের কথা রেখেছেন ওসাকা। পুনরায় খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এ বিষয়ে ওসাকা বলেন, ‘আমার ঘোষণার পর ডব্লিউটিএ এবং ইউএসটিএ’র সাথে আলোচনা হয়েছে। আলোচনার পর তাদের অনুরোধে টুর্নামেন্টের বাকি অংশে খেলবো আমি।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পজিটিভ থাকা, পজিটিভ ভাবনা জরুরি : সানিয়া মির্জা

পজিটিভ থাকা, পজিটিভ ভাবনা জরুরি : সানিয়া মির্জা

হেরে সেরেনার বিদায়, সেমিতে জকোভিচ

হেরে সেরেনার বিদায়, সেমিতে জকোভিচ

প্রাগ ওপেনের শিরোপা জিতেছেন হালেপ

প্রাগ ওপেনের শিরোপা জিতেছেন হালেপ

বাতিল হলো মাদ্রিদ ওপেন

বাতিল হলো মাদ্রিদ ওপেন