ক্রীড়া সংগঠক শামসুল আলম আনু মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১১ এএম, ০১ আগস্ট ২০২১
ক্রীড়া সংগঠক শামসুল আলম আনু মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট ক্রীড়া সংগঠক শামসুল আলম আনুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। শনিবার (৩১ জুলাই) এক শোকবার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ দুঃখ প্রকাশ করেন।

তিনি বলেন, শামসুল আলম আনু দেশের একজন প্রথিতযশা ক্রীড়া সংগঠক ছিলেন। তিনি দেশের অন্যতম প্রাচীন ক্লাব ওয়ারী ও বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যু দেশের ক্রীড়াঙ্গনে এক অপূরণীয় ক্ষতি। ক্রীড়ার উন্নয়নে তিনি আমৃত্যু সচেষ্ট ছিলেন। ক্রীড়াঙ্গনে তার অবদান জাতি চিরকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।

প্রতিমন্ত্রী শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শামসুল আলম আনু দক্ষিণ এশিয়ান টেবিল টেনিস ফেডারেশনের দুইবারের সাধারণ সম্পাদক ছিলেন। এশিয়ান টেবিল টেনিস ফেডারেশনের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।

শনিবার ভোরে উত্তরার নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান দেশের অভিজ্ঞ এ ক্রীড়া সংগঠক (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি।

স্পোর্টসমেইল২৪/আরএস 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সাবেক সভাপতি মুজিবর রহমানের মৃত্যুতে বিসিবির শোক প্রকাশ

সাবেক সভাপতি মুজিবর রহমানের মৃত্যুতে বিসিবির শোক প্রকাশ

মিরপুরে ফ্লাড লাইটের আলোতে হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

মিরপুরে ফ্লাড লাইটের আলোতে হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

সুযোগ পেলেই সেরাটা দিতে প্রস্তুত ছিলেন সৌম্য

সুযোগ পেলেই সেরাটা দিতে প্রস্তুত ছিলেন সৌম্য

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসিউতে জাতীয় শুটার টুম্পা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসিউতে জাতীয় শুটার টুম্পা