সুযোগ পেলেই সেরাটা দিতে প্রস্তুত ছিলেন সৌম্য

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৮ এএম, ২৬ জুলাই ২০২১
সুযোগ পেলেই সেরাটা দিতে প্রস্তুত ছিলেন সৌম্য

ওয়ানডে এবং টেস্ট দলে বেশ নিয়মিত হয়ে পড়েছেন সৌম্য সরকার। আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রমাণ করার জন্য সৌম্যের সামনে একমাত্র পথ ছিল টি-টোয়েন্টি। সে টি-টোয়েন্টিতেই আবারও নিজেকে প্রমাণ করলেন সৌম্য সরকার। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে সুযোগ পেয়েই নিজের সেরা ক্রিকেটটা খেলতে ভুল করেননি তিনি। ম্যাচ শেষে জানিয়েছেন, সুযোগ পেলেই নিজের সেরা ক্রিকেট খেলতে মুখিয়ে ছিলেন।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দুই অর্ধশতকের পাশাপাশি বল হাতেও তিন উইকেট শিকার করেছেন সৌম্য। ব্যাট-বল হাতে দুর্দান্ত অলরাউন্ড পারফর্মেন্সের কারণে হয়েছেন ম্যান অফ দ্য সিরিজ। দীর্ঘদিন পর ফর্মে ফিরে বেশ খুশি তিনি। বলেন, ‘অনুভূতি ভালো যে, ম্যান অব দ্য সিরিজ হয়েছি। ভালো খেলেছি এটা সবথেকে বড় কথা।’

আন্তর্জাতিক ক্রিকেটে সৌম্যর ব্যাটিং পজিশন এবং দলে তার ভূমিকা নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়েছিল। তবে এবার লিটনের ইনজুরির কারণে অনেকদিন পর ওপেনিংয়ে ফিরে দুর্দান্ত খেলেছেন তিনি। এ নিয়ে সৌম্য বলেন, ‘পজিশন নিয়ে ওইরকম চিন্তা করি নাই। চিন্তা করেছিলাম যখন সুযোগ পাবো তখন নিজের বেস্টটা দিতে চেয়েছি। তাহলেই আমার জন্য ভালো হবে, এটাই সবসময় মাথায় ছিল। তাই পজিশন নিয়ে চিন্তা করি নাই।’

এছাড়াও রোববার (২৫ জুলাই) তৃতীয় টি-টোয়েন্টিতে ওপেনিং নেমে শুরুর দিকে রান পেতে সৌম্যকে বেশ বেগ পোহাতে হয়েছে। পরবর্তীতে তা পুষিয়ে নেওয়ার জন্য প্রত্যেক ওভারে বাউন্ডারি মারার চেষ্টা করেছিলেন বলে জানান তিনি।

ব্যাটিংয়ে পাশাপাশি বল হাতেও সফল ছিলেন সৌম্য সরকার। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তিন ম্যাচেই বল করেছিলেন। গুরুত্বপূর্ণ সময়ে দলকে এনে ব্রেক থ্রু এনে দিয়েছিলন তিনি। এ বিষয়ে বলেন, ‘দেখেন ফিল্ডিং বোলিং তো সবসময় করা হয়। তবে হয়তো এত ভালোভাবে ভালো পজিশনে বোলিংয়ের সুযোগ পাওয়া হয় নাই। ফিল্ডিংয়ে সব সময় চেষ্টা করি নিজের বেস্টটা দেওয়ার জন্য। যে কয় ওভারই বোলিং করেছি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ সফর থেকে ছিটকে গেলেন অ্যারন ফিঞ্চ

বাংলাদেশ সফর থেকে ছিটকে গেলেন অ্যারন ফিঞ্চ

রেকর্ড গড়েই টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ

রেকর্ড গড়েই টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ

আইপিএল সংঘর্ষ এড়িয়ে পিএসএলের নতুন সময়

আইপিএল সংঘর্ষ এড়িয়ে পিএসএলের নতুন সময়

পেছাতে পারে অস্ট্রেলিয়া সিরিজ, মুশফিককে পাওয়ার আশায় বিসিবি

পেছাতে পারে অস্ট্রেলিয়া সিরিজ, মুশফিককে পাওয়ার আশায় বিসিবি