ইনজুরির কারণে বছরের বাকি অংশে খেলবেন না নাদাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৭ এএম, ২১ আগস্ট ২০২১
ইনজুরির কারণে বছরের বাকি অংশে খেলবেন না নাদাল

ইনজুরির কারণে বছরের বাকি অংশে মাঠে নামবেন না স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। পায়ের ইনজুরিতে থেকে পুরোপুরি সেরে উঠতেই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ইনজুরির কারণে উইম্বলডন এবং টোকিও অলিম্পিক থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন রাফায়েল নাদাল। এছাড়াও গত সপ্তাহে ইনজুরির কারণে ওয়েস্টার্ন এন্ড সাউদার্ণ ওপেন থেকেও সরে গেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রাফায়েল নাদাল এক বিবৃতিতে জানান, প্রায় এক বছর ধরে পায়ের ইনজুরিতে ভুগছেন তিনি। পরিবার এবং চিকিৎসকদের সাথে কথা বলেই আপাতত বিরতিতে যাচ্ছেন।

নাদাল বলেন, ‘দুর্ভাগ্যবশত আমি ২০২১ সালে আর কোনো টুর্নামেন্টে খেলবো না। গত এক বছর ধরে পায়ের ইনজুরির কারণে সঠিকভাবে খেলতে পারছি না। আমি পরিবার এবং চিকিৎসকদের সাথে কথা বলে এ বছর আর কোনো টুর্নামেন্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছি। সেরে উঠার জন্য আমার কিছু সময়ের প্রয়োজন।’

ইনজুরির কারণে বছরের শেষ গ্রান্ড গ্ল্যাম ইউএস ওপেনেও খেলতে পারবেন না রাফায়েল নাদাল। এছাড়াও একই কারণে উইম্বলডন এবং টোকিও অলিম্পিকেও খেলতে পারেননি তিনি।

এ বিষয়ে নাদাল বলেন, ‘এ বছরের উইম্বলডন, অলিম্পিক এবং ইউএস ওপেন মিস করে আমার বেশ খারাপ লাগছে। তবে আমি যতদ্রুত সম্ভব মাঠে ফিরতে চাই। আমি মাঠে ফিরে আমার সর্বোচ্চটা দিয়ে খেলবো আশা করি।’

কিছুদিন আগেই ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছিলেন বিশ্বের ৪ নম্বর টেনিস তারকা। ইনজুরি থেকে ফিরে জিতেছিলেন ফ্রেঞ্চ ওপেনের শিরোপা। এরপর থেকেই মাঠের বাইরে আছেন তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

অলিম্পিক টেনিসে সোনা জিতলো জেরেভ

অলিম্পিক টেনিসে সোনা জিতলো জেরেভ

বয়স নিয়ে চিন্তিত হলেও এখনই অবসর ভাবনায় নেই সানিয়া মির্জা

বয়স নিয়ে চিন্তিত হলেও এখনই অবসর ভাবনায় নেই সানিয়া মির্জা

ভারতীয় তরুণের হাত ধরে যুক্তরাষ্ট্রের উইম্বলডন জয়

ভারতীয় তরুণের হাত ধরে যুক্তরাষ্ট্রের উইম্বলডন জয়

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উইম্বলডনে

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উইম্বলডনে