লেভার কাপে একই দলে ফেদেরার-নাদাল-জোকোভিচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪১ পিএম, ২৩ জুলাই ২০২২
লেভার কাপে একই দলে ফেদেরার-নাদাল-জোকোভিচ

রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ ও রজার ফেদেরারকে একে অন্যের বিপক্ষে লড়তে দেখে অভ্যস্ত টেনিস সমর্থকদের জন্য রয়েছে এক সুখবর। এই তিন টেনিস তারকাকে একই দলে খেলতে দেখা যাবে। সেখানে তাদের সঙ্গী হবেন বৃটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে। এই চার তারকা টেনিস তারকাকে লেভার কাপে একই দলের হয়ে খেলতে দেখা যাবে।

চলতি বছর অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ান টেনিস কিংবদন্তি রড লেভারের নামকরণে হওয়া টুর্নামেন্ট লেভার কাপের পঞ্চম আসর। টুর্নামেন্টটিতে ইউরোপ ও অবশিষ্ট বিশ্ব নামে দুই দলে ভাগ হয়ে একে অপরের মুখোমুখি হয় বিশ্বের বড় বড় টেনিস তারকারা।

চলতি বছরের ২৩ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া তিন দিনের এই টুর্নামেন্টে ইউরোপের হয়ে খেলবেন রজার ফেদেরার, রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ ও অ্যান্ডি মারে। আগে থেকেই ফেদেরার, নাদাল ও মারের একই সাথে খেলার বিষয়টি নিশ্চিত ছিল।

উইম্বলডন জয়ের পর জোকোভিচের এই টুর্নামেন্টে ফেদেরার-নাদালের টিম মেট হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ইউরোপের হয়ে খেলবেন মোট ছয় টেনিস তারকা। বাকি দুই তারকার নাম এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অবশিষ্ট বিশ্ব দলের হয়ে খেলা নিশ্চিত করেছেন ফেলক্সি ওজি আলিয়াসসিমে, দিয়েগো শয়ার্টসমান ও টেইলর ফ্রিটজ। বাকি তিন টেনিস তারকাকে খুব দ্রুতই নিশ্চিত করা হবে।

লেভার কাপে টেনিস বিশ্ব শাসন করা ফেদেরার-নাদাল-মারের সাথে খেলতে পেরে বেশ উচ্ছ্বসিত জোকোভিচ। তিনি বলেন, “লেভার কাপই একমাত্র প্রতিযোগিতা, যেখানে এই ছেলেদের সঙ্গে দল হিসেবে খেলা যায়, যারা সাধারণত একে অপরের বিপক্ষে খেলে থাকে। রাফা, রজার ও অ্যান্ডি- আমার সবসময়ের সবচেয়ে বড় তিন প্রতিদ্বন্দ্বী। টেনিসের ইতিহাসে এটি সত্যিই অনন্য মুহূর্ত হতে চলেছে।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

২০২৩ অস্ট্রেলিয়ান ওপেন খেলতে আশাবাদী জোকোভিচ

২০২৩ অস্ট্রেলিয়ান ওপেন খেলতে আশাবাদী জোকোভিচ

দুই যুগের বেশি সময় পর র‍্যাঙ্কিংয়ে জায়গা হারালেন ফেদেরার

দুই যুগের বেশি সময় পর র‍্যাঙ্কিংয়ে জায়গা হারালেন ফেদেরার

ইউএস ওপেনের প্রাথমিক তালিকায় জোকোভিচ!

ইউএস ওপেনের প্রাথমিক তালিকায় জোকোভিচ!

কোচ ফিসেটের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা নাওমি ওসাকার

কোচ ফিসেটের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা নাওমি ওসাকার