রাজশাহীতে আন্তর্জাতিক (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিসে শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন বাংলাদেশের জারিফ আবরার। সেমি-ফাইনালে জয় তুলে ফাইনালে উঠেছেন বাংলাদেশের জারিফ। বালক এককে হংকং-এর শিব মোহনকে হারিয়ে ফাইনালে উঠেন তিনি।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজশাহী টেনিস কমপ্লেক্সে আইটিএফ অনূর্ধ্ব-১৮ টেনিস টুর্নামেন্টের বালক এককের সেমি-ফাইনালের ম্যাচ অনুষ্ঠিত হয়। দুই নম্বর কোর্টে হংকং-এর শিব মোহন বাংলাদেশের জারিফ আবরারের বিপক্ষে কোন প্রতিরোধই গড়তে পারেননি।
সরাসরি ২-০ (৬-৩, ৬-২) সেটে ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে যান বাংলাদেশের জারিফ। একই সময় এক নম্বর কোর্টে অনুষ্ঠিত অপর সেমি-ফাইনালে ভারতের নাভ রবি কুটারীকে সরাসরি ২-০ (৬-২, ৬-২) সেটে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেন টপ সিট-ওয়ান থাইল্যান্ডের নাপাত পাটানালের থাপান।
বালিকাদের এককের সেমি-ফাইনালে এক নম্বর কোর্টে টপসিট টু মালদ্বীপের আরা আসাই আজিম সরাসরি ২-০ (৬-১, ৬-১) সেটে উড়িয়ে দেন টপসিট ফাইভ চীনের টিয়ানরান ডোংকে। দুই নম্বর কোর্টে অপর সেমি-ফাইনালে চীনের জিজি ইয়াং সরাসরি ২-০ (৬-১, ৬-৩) সেটে স্বদেশি হানিউ ওয়া-কে পরাজিত করে ফাইনালে উঠেন।
শুক্রবার সকাল ৮টায় বালক ও বালিকা এককের ফাইনাল অনুষ্ঠিত হবে।

মো. ফয়সাল আলম