বিদায় ঘণ্টা বাজলো শারাপোভার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২১ পিএম, ২০ জানুয়ারি ২০১৯
বিদায় ঘণ্টা বাজলো শারাপোভার

ছবি: এফপি

অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় ঘণ্টা বাজলো রাশিয়ান টেনিস তারকা শারাপোভা। শেষ আটে ওঠার লড়াইয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শারাপোভাকে হারিয়েছেন স্বাগতিক দেশের টেনিস তারকা অ্যাশলে বার্তি।

রাশিয়ান টেনিস তারকা শারাপোভাকে শুধু হারানইনি বার্তি, গত দশ বছরে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান টেনিস প্লেয়ার হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন।

ম্যাচের প্রথম সেটে দুর্দান্ত খেলে ৬-৪ গেমে জিতেছিলেন শারাপোভাই। তবে দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান বার্তি। পাঁচবারের গ্র্যান্ডস্লাম জয়ী শারাপোভাকে স্রেফ উড়িয়ে দেন বার্তি, সেট জিতে নেন ৬-১ গেমেও।

ম্যাচ নির্ধারনী শেষ সেটেও বিধ্বংসী ছিলেন বার্তি। শুরুতেই এগিয়ে যান ৪-০ গেমে। তবে ঘুরে দাঁড়ানোর আভাস দেন শারাপোভা। কিন্তু শেষপর্যন্ত আর রাশিয়ান সুন্দরীকে কোনো সুযোগ না দিয়ে ৬-৪ গেমে ফাইনাল সেট জিতে প্রথমবারের মতো গ্র্যান্ডস্লামের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন ২২ বছর বয়সী অস্ট্রেলিয়ান তারকা অ্যাশলে বার্তি।

আগের রাউন্ডেই দুর্দান্ত খেলে চতুর্থ রাউন্ডে ওঠার পথে অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন, তৃতীয় বাছাই ক্যারোলিন ওজনিয়াকিকে বিদায় করে দিয়েছিলেন শারাপোভা। ম্যাচটি জিতেছিলেন ৬-৪, ৪-৬, ৬-৩ সেটে।

এদিকে, অস্ট্রেলিয়ান ওপেনে অবিশ্বাস্য হার দেখেছেন উইম্বলডন চ্যাম্পিয়ন অ্যাঞ্জেলিক কেরবার। তাকে চতুর্থ রাউন্ড থেকে বিদায় দিয়েছেন এবারই প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনে অভিষেক হওয়া ড্যানিয়েলে কলিন্স।

৫৬ মিনিটের লড়াইয়ে কোনও প্রতিরোধ ছিলো না কেরবারের। র‌্যাংকিংয়ের ৩৫ নম্বর কলিন্সের কাছে হেরে যান ৬-০, ৬-২ গেমে। বলা হচ্ছে টুর্নামেন্ট থেকে কেরবারের এত আগে বিদায় নেওয়াটা সবচেয়ে বড় অপ্রত্যাশিত ঘটনা!


শেয়ার করুন :


আরও পড়ুন

শেষ ষোলোতে জকোভিচ-জেভরেভ-নিশিকোরি

শেষ ষোলোতে জকোভিচ-জেভরেভ-নিশিকোরি

চতুর্থ রাউন্ডে নাদাল ও ফেদেরার

চতুর্থ রাউন্ডে নাদাল ও ফেদেরার

চ্যাম্পিয়নের বিপক্ষে শারাপোভার ঘাম ঝরানো জয়

চ্যাম্পিয়নের বিপক্ষে শারাপোভার ঘাম ঝরানো জয়

প্রথম রাউন্ডে জয়ী নাদাল, কারবার, শারাপোভা

প্রথম রাউন্ডে জয়ী নাদাল, কারবার, শারাপোভা