মাশরাফির সুস্থতা কামনা করে নড়াইলে মন্দিরে প্রার্থনা

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ১২:৩২ এএম, ২৬ জুন ২০২০
মাশরাফির সুস্থতা কামনা করে নড়াইলে মন্দিরে প্রার্থনা

করোনা আক্রান্ত বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা সুস্থতা কামনা করে নড়াইলে মন্দিরে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সন্ধায় নড়াইল জেলা ছাত্রলীগের আয়োজনে রূপগঞ্জ বাজার কালী মন্দিরে এ প্রার্থনা সভা করা হয়।

প্রাথনা সভায় নড়াইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকিবুজ্জামান (পলাশ), নড়াইল জেলা ছাত্রলীগকর্মী আকাশ ঘোষ (রাহুল), নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সাবেক সহ-সভাপতি-শ্যামল বিশ্বাস, কলেজ ছাত্রলীগ নেতা রাহুল,রুদ্র, আশিক, সুজয়, লিওন, পল্লব, স্বাক্ষর প্রমুখ উপস্থিত ছিলেন।
sportsmail24
জ্বর অনুভব করায় গত শুক্রবার (১৯ জুন) করোনা পরীক্ষা করা হলে শনিবার (২০ জুন) আসা রিপোর্টে মাশরাফির করোনা পজিটিভ ধরা পড়ে। মাশরাফির পর তার ছোট ভাই মোরসালিন মর্তুজা সিজারেরও করোনা পজেটিভ ধরা পড়েছে। তারা দু’জনই চিকিৎসকের পরামর্শে ঢাকার বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করছেন।

হাফিজুল নিলু/নড়াইল

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মাশরাফির বিষয়ে খোঁজ-খবর রাখছেন বিসিবি সভাপতি

মাশরাফির বিষয়ে খোঁজ-খবর রাখছেন বিসিবি সভাপতি

আমি এখন পর্যন্ত শারীরিকভাবে সুস্থ আছি : মাশরাফি

আমি এখন পর্যন্ত শারীরিকভাবে সুস্থ আছি : মাশরাফি

ক্রিকেটারদের জন্য আসছে বিসিবির নির্দেশনা

ক্রিকেটারদের জন্য আসছে বিসিবির নির্দেশনা

তামিম-মাশরাফি-অপুর পরিবারে করোনার হানা

তামিম-মাশরাফি-অপুর পরিবারে করোনার হানা