দেশের ফুটবলকে বিশ্বের সামনে তুলে ধরতে চাই : রুহুল আমিন

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৫:৪৬ এএম, ২৬ আগস্ট ২০২০
দেশের ফুটবলকে বিশ্বের সামনে তুলে ধরতে চাই : রুহুল আমিন

বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব তরফদার রুহুল আমিন বলেছেন, যশোরের ফুটবলের অবস্থা খুবই খারাপ। যশোরের ফুটবলে উন্নয়ন হওয়া উচিত। যশোরের ফুটবল উন্নয়নে অনেক পরিকল্পনা রয়েছে। শুধু যশোরের ফুটবল নয়, সারাদেশের ফুটবল নিয়ে কাজ করবো। দেশের ফুটবলকে উন্নয়ন করে সারা বিশ্বে তুলে ধরতে চাই।

শনিবার (২২ আগস্ট) দুপুরে যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সভা শেষে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ফুটবল ক্লাবস অ্যাসোসিয়েশন আয়োজিত সাংগঠনিক সভায় তৃণমূল ফুটবলকে কীভাবে উন্নয়ন করা যায় তা নিয়ে আলোচনা হয়।

তিনি বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আগামী নির্বাচনে জেলা ও বিভাগ থেকে কাকে কাকে মনোনয়ন দেওয়া যায় তা নিয়েও সভায় আলোচনা হয়েছে।

বাফুফের নির্বাচনে সভাপতি পদপ্রার্থী তরফদার রুহুল আমিন যশোরের পানিবন্দি স্টেডিয়ামের সংস্কারে জাতীয় ক্রীড়া পরিষদের সুপারিশ করবেন বলে জানান। যশোর স্টেডিয়ামকে সাইফ স্পোটিং ক্লাবের হোম ভেন্যু করার চিন্তা আছে বলেও জানান ক্লাবটির কর্ণধার। এছাড়া ফুটবল একাডেমি করার চিন্তা আছে বলেও তিনি উলেখ করেন।

সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। এ সময় পুলিশের অতিরিক্ত আইজিপি ও বাংলাদেশ ফুটবল ক্লাবস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ মারুফ হোসেন, বাফুফের সাবেক সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব আশিকুর রহমান মিকুসহ বিভিন্ন জেলার ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাফুফের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষে সংগঠন দু’টির পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জামাল হোসেন, যশোর

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বঙ্গবন্ধুর পরিবারই দেশের ক্রীড়াঙ্গনের বাতিঘর : ক্রীড়া প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধুর পরিবারই দেশের ক্রীড়াঙ্গনের বাতিঘর : ক্রীড়া প্রতিমন্ত্রী

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন ২২ সেপ্টেম্বর

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন ২২ সেপ্টেম্বর

সাতক্ষীরার শ্যামনগরে বয়স্কদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট

সাতক্ষীরার শ্যামনগরে বয়স্কদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট

বাফুফের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ করোনা আক্রান্ত

বাফুফের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ করোনা আক্রান্ত