নওগাঁয় প্রথমবারের মতো ফুটবল ম্যাচে নারী রেফারি

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০১:০৪ এএম, ১১ নভেম্বর ২০২০
নওগাঁয় প্রথমবারের মতো ফুটবল ম্যাচে নারী রেফারি

নওগাঁয় জাপান ফুটবল অ্যাসোসিয়েশন (জেএফএ) অনুর্ধ্ব-১৪ নারী জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের খেলা শুরু হয়েছে।বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনা ও আয়োজনে রোববার (৮ নভেম্বর) জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টি উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক হারুন-অর-রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আক্তার, জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী তাহমিনা শারমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
sportsmail24
এদিকে এ টুর্নামেন্টের মাধ্যমে প্রথমবারের মতো জেলা স্টেডিয়ামে নারী রেফারি দ্বারা মেয়েদের ফুটবল টুর্নামেন্ট পরিচালিত হচ্ছে। নওগাঁ জোনে রাজশাহী ও রংপুর বিভাগের মোট ৭টি দল টুর্নামেন্টে অংশ নিয়েছে।

উদ্বোধনী খেলায় রাজশাহী জেলা ফুটবল অ্যাসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনকে ৪-০ গোলে হারিয়ে বিজয়ী হয়। বুধবার (১১ নভেম্বর) টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

আব্বাস আলী/নওগাঁ

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

দারিদ্রতা তাদের বড় বাঁধা

দারিদ্রতা তাদের বড় বাঁধা

নানা সমস্যায় দীর্ঘ ‌দিন ধরে বন্ধ রাজবাড়ীর সুইমিং পুল

নানা সমস্যায় দীর্ঘ ‌দিন ধরে বন্ধ রাজবাড়ীর সুইমিং পুল

খেলার মাঠেই প্রাণ হারালেন সিরাজগঞ্জের কৃতি ফুটবলার বাবলা

খেলার মাঠেই প্রাণ হারালেন সিরাজগঞ্জের কৃতি ফুটবলার বাবলা

হবিগঞ্জকে হারিয়ে দিয়েছে শেরপুরের কিশোরীরা

হবিগঞ্জকে হারিয়ে দিয়েছে শেরপুরের কিশোরীরা