সাবেক ফুটবলার বাবলার স্মরণে দোয়া মাহফিল

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০১:০০ পিএম, ২২ নভেম্বর ২০২০
সাবেক ফুটবলার বাবলার স্মরণে দোয়া মাহফিল

সিরাজগঞ্জ তথা উত্তরবঙ্গের সাবেক কৃতি ফুটবলার সিরাজগঞ্জ জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বাবলার স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামের হল রুমে তার স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে সমিতির সভাপতি জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় মাসুদ রানার সভাপতিত্বে এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার বাদশা, হারুন অর রশিদ খান হাসান, জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি জুলকার নাইন তালুকদার, সিরাজগঞ্জ মহামেডান ক্লাবের সভাপতি আব্দুল ওয়াহাব, আওয়ামী লীগ নেতা সেলিম আহমেদ, রহমতগঞ্জ ইয়াং এসোসিয়েশনের সভাপতি হায়দার আলী খান, বীর মুক্তিযোদ্ধা গাজী মির্জা ফারুক, এসকে বুলবুল হাসান এবং পরিবারের পক্ষ থেকে শামসুল আলম তালুকদার বক্তব্য রাখেন।

এছাড়া জেলা ফুটবল দলের সাবেক খেলোয়াড় চঞ্চল, সাদী, খোকন, কল্লোল, সিরাজী, হাফিজুল ইসলাম, সাহান সরকারসহ জেলার বিভিন্ন ক্লাবের সাবেক ও বর্তমান খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

আলোচনা অনুষ্ঠানে প্রয়াত আব্দুর রশিদ বাবলাকে স্মরণ করে বক্তারা ক্রীড়াঙ্গনের তার নানা সাফল্যর কথা তুলে ধরেন। আব্দুর রশিদ বাবলার ভালো কাজের উছিলায় জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করে দোয়া পরিচালনা করেন রহমতগঞ্জ কবরস্থান মাদ্রাসার মুহতামীম রেজাউল করিম।

নাজমুল ইসলাম/সিরাজগঞ্জ

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

শায়েস্তাগঞ্জে ১৬ দলের ক্লেমন টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট

শায়েস্তাগঞ্জে ১৬ দলের ক্লেমন টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট

করোনায় ক্ষতিগ্রস্ত শেরপুরের ৪৫ ক্রীড়াবিদ-সংগঠককে আর্থিক অনুদান

করোনায় ক্ষতিগ্রস্ত শেরপুরের ৪৫ ক্রীড়াবিদ-সংগঠককে আর্থিক অনুদান

সিরাজগঞ্জে ১২৩ জনের ম্যারাথন দৌড়

সিরাজগঞ্জে ১২৩ জনের ম্যারাথন দৌড়

রিল্যায়েন্স ফুটবল টুর্নামেন্টে গড়দুয়ারা আলোকন সংঘ চ্যাম্পিয়ান

রিল্যায়েন্স ফুটবল টুর্নামেন্টে গড়দুয়ারা আলোকন সংঘ চ্যাম্পিয়ান