সাতক্ষীরায় হ্যান্ডবল প্রতিযোগিতা ও মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০১:০৩ পিএম, ৩০ নভেম্বর ২০২০
সাতক্ষীরায় হ্যান্ডবল প্রতিযোগিতা ও মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন

সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে শুরু হলো চার দলীয় নকআউট ভিত্তিক হ্যান্ডবল প্রতিযোগিতা ও মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি। রোববার (২৯ নভেম্বর) সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে হ্যান্ডবল প্রতিযোগিতা ও মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা ক্রীড়া অফিসার মো. খালিদ জাহাঙ্গীর।

জেলা সদরের সরাপপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে চার দলীয় হ্যান্ডবল প্রতিযোগিতা এবং পরে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। হ্যান্ডবল প্রতিযোগিতায় সরাপপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, কামালকাটি মাধ্যমিক বিদ্যালয়, বদরতলা মাধ্যমিক বিদ্যালয় এবং সরাপপুর মশিউরিয়া মাদ্রাসা হ্যান্ডবল দল অংশগ্রহণ করে।

প্রথম সেমিফাইনালে সরাপপুর মশিউরিয়া মাদ্রাসা হ্যান্ডবল দলকে পরাজিত করে সরাপপুর উনাইটেড মাধ্যমিক বিদ্যালয় ফাইনালে পা রাখে। দ্বিতীয় সেমিফাইনালে বদরতলা মাধ্যমিক বিদ্যালয় দলকে পরাজিত করে কামালকাটি মাধ্যমিক বিদ্যালয় দল ফাইনালে ওঠে।

টুর্নামেন্টের ফাইনালে শরাপপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় ২-১ ব্যবধানে কামালকাটি মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতি সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মো. খালিদ জাহাঙ্গীর এসব পুরস্কার বিতরণ করেন।

হ্যান্ডবল খেলা শেষে স্কুল মাঠের পার্শ্ববর্তী পুকুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের কর্মসূচি উদ্বোধন করা হয়।এ সময় বিশেষ অতিথি হিসেবে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নব নির্বাচিত কার্যনির্বাহী সদস্য প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্যদের মাঝে সরাপপুর মাদ্রাসা শিক্ষক আনন্দ কুমার, শেখ হাসানুর রহমান, ৩২ জন সাঁতার প্রশিক্ষণার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সমগ্র খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন সরাপপুর মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ফারুক হোসেন।

এস এম হাবিবুল হাসান/সাতক্ষীরা

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বালিয়াকান্দিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মধুখালীর ঢুমাইন একাদশ

বালিয়াকান্দিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মধুখালীর ঢুমাইন একাদশ

শহীদ উদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন খাসিয়াল সবুজ সংঘ

শহীদ উদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন খাসিয়াল সবুজ সংঘ

কালীগঞ্জে মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কালীগঞ্জে মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বরগুনায় শুরু হচ্ছে ৮ দলের এমপি কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট

বরগুনায় শুরু হচ্ছে ৮ দলের এমপি কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট