বরগুনায় শুরু হচ্ছে ৮ দলের এমপি কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০১:৪৭ পিএম, ২৩ নভেম্বর ২০২০
বরগুনায় শুরু হচ্ছে ৮ দলের এমপি কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট

মুজিববর্ষ উপলক্ষে ৩০ নভেম্বর (সোমবার) থেকে বরগুনায় শুরু হচ্ছে এমপি কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) বরগুনা জেলা শাখার আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা স্টেডিয়ামে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

ঢাকার দুটি এবং বরিশালের তিনটিসহ মোট ৮ দলের এ ব্যাট-বলের লড়াই জমে উঠবে। জেলার সবচেয়ে বড় এবং জমজমাট এ ক্রিকেট আসর উপলক্ষে রোববার (২২ নভেম্বর) জেলা ক্রীড়া সংস্থা কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় টুর্নামেন্টের দিনক্ষণ নির্ধারণ করেছে কোয়াবের বরগুনা জেলা শাখা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসে।

টুর্নামেন্ট কমিটি সূত্রে জানা গেছে, ক্রিকেট টুর্নামেন্টে মোট ৮টি দলকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়েছে। উদ্বোধন ও ফাইনালের দিন একটি করে ম্যাচ ও অন্যান্য দিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।
sportsmail24
টুর্নামেন্টে মোট ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যার মধ্যে ঢাকার দুটি, বরিশালের তিনটি, পটুয়াখালীর একটি এবং বরগুনার দুটি টিম অংশগ্রহণ করবে। ৩০ নভেম্বর সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে মাঠে গড়াবে এ টুর্নামেন্ট।

টুর্নামেন্ট সম্পর্কে কোয়াবের বরগুনা শাখার সাধারণ সম্পাদক মো. মইনুল ইসলাম বলেন, ‌‘বরগুনায় প্রথমবারের মতো এমপি কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। বেশ জাঁকজমকপূর্ণ এ টুর্নামেন্টে ব্যাপক সারা পেলেও করোনার কারণে স্বল্প পরিসরে আয়োজন করতে বাধ্য হচ্ছি। তাই ক্রিকেট নৈপুণ্যতায় শক্তিশালী বিবেচনায় মাত্র ৮টি দল নিয়ে এবারের টুর্নামেন্টে শুরু করা হচ্ছে।’

কোয়াবের বরগুনা শাখার সভাপতি শাওন তালুকদার বলেন, ‘প্রথমবার হলেও এ টুর্নামেন্টে ক্রিকেট দল থেকে শুরু করে স্পন্সরদেরও ব্যাপক সারা পেয়েছি। কমিটির পক্ষ থেকে অংশগ্রহণকারী প্রতিটি দলের আবাসনের ব্যবস্থা করা হবে।’

দর্শকদের একটি জাঁকজমক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টে উপহার দেওয়ার প্রত্যাশা করে তিনি আরও বলেন, ‘ইতোমধ্যেই আমরা টুর্নামেন্টের অনেক কাজ গুছিয়ে নিয়েছি। আশা করি স্বাস্থ্যবিধি মেনে দর্শকরা মাঠে উপস্থিত হয়ে খেলা দেখবেন।’

টুর্নামেন্টে অংশগ্রহণ করা দলগুলো হলো
মিরপুর ক্রিকেট একাডেমি ঢাকা, ইনডিপেনডেন্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি বরিশাল, বেসিক ক্রিকেট একাডেমি বরিশাল, অল স্টার্স অব বরিশাল, ক্রিকেট একাডেমি পটুয়াখালী, বরগুনা বয়েজ এবং বরগুনা জুনিয়র্স।

মো. সাইফুল ইসলাম মিরাজ/বরগুনা

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

জাতীয় দলের স্বপ্ন দেখছেন বাইরে থাকা ক্রিকেটাররা

জাতীয় দলের স্বপ্ন দেখছেন বাইরে থাকা ক্রিকেটাররা

রাজবাড়ী‌ ফুটবল টুর্নামেন্টে চ্যা‌ম্পিয়ন ধুলদী জয়পুর

রাজবাড়ী‌ ফুটবল টুর্নামেন্টে চ্যা‌ম্পিয়ন ধুলদী জয়পুর

সাবেক ফুটবলার বাবলার স্মরণে দোয়া মাহফিল

সাবেক ফুটবলার বাবলার স্মরণে দোয়া মাহফিল

শায়েস্তাগঞ্জে ১৬ দলের ক্লেমন টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট

শায়েস্তাগঞ্জে ১৬ দলের ক্লেমন টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট