এক রানের নাটকীয় জয়ে চ্যাম্পিয়ন কিংস

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ১১:৫৯ পিএম, ০২ জানুয়ারি ২০২১
এক রানের নাটকীয় জয়ে চ্যাম্পিয়ন কিংস

শেরপুরে টি-টুয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে এক রানের নাটকীয় জয় পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে এসএসএ কিংস। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) জেরার নবনির্মিত ‌‘শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে’ অনুষ্ঠিত এ ম্যাচে এসএসএ সিক্সার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কিংস।

ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে এসএসএ কিংস। শুরুর দুই ওভারের মধ্যেই প্রথম তিন ব্যাটসম্যানকে হারিয়ে বিপর্যয়ে পড়ে কিংস। সিক্সার্সের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ১০ ওভারে আসে মাত্র ৩২ রান। এক পর্যায়ে অধিনায়ক সনিকের মারমুখী ব্যাটিংয়ে ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১১৪ রানের স্কোর গড়ে কিংস। ব্যাট হাতে অধিনায়ক সনিক তিন চারে ৩১ রান করেন।

১১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সিক্সার্সের শুরুটাও তেমন ভালো হয়নি। প্রথম চার ওভারে ৩ উইকেট হারিয়ে সিক্সার্সও বিপদে পড়ে। একপ্রান্ত আগলে রেখে সিক্সার্স অলরাউন্ডার আরাফ (৫ চারে ৩১ রান) খেলে আউটের পর পরই সিক্সার্সের সম্ভাবনা কমে যায়। তবে সিক্স ডাউনে নামা অধিনায়ক রাসেল ১৮তম ওভারে পর পর দুই চার ও এক ছক্কা হাঁকালে ম্যাচের মোড় ঘুরে যায়।

শেষ ওভারে সিক্সার্সের জয়ের জন্য প্রয়োজন হয় ৯ রান। কিন্তু প্রতিপক্ষের নিয়ন্ত্রিত বোলিংয়ে তারা ৭ রানের বেশি তুলতে পারেনি। ২০ ওভারে ৮ উইকেটে ১১৩ রান করে ১ রানে হেরে হতাশা নিয়ে মাঠ ছাড়েন সিক্সার্সের ব্যাটসম্যানরা।

১১ রানে ৩ উইকেট নিয়ে মিমোজা ম্যান অব দ্য ফাইনাল পুরষ্কার লাভ করেন কিংসের উদীয়মান বোলার সিফাত। এছাড়া পুরো টুর্নামেন্ট জুড়ে অলরাউন্ড নৈপূন্যে সিক্সার্সের আরাফ ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরষ্কার লাভ করেন।

খেলা শেষে টুর্নামেন্টের স্পন্সর মিমোজা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী জাকির হোসেন বাচ্চু প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরষ্কারের ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।

এছাড়া সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবির জেলা কোচ মিজানুর রহমান মিজু, জেলা আম্পায়ার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাকিম বাবুল প্রমুখ।

শেরপুর স্পোর্টস একাডেমির আয়োজনে এসএসএ প্রিমিয়ার লিগ সিজন-১ নামে গত ২২ ডিসেম্বর এ টি-টুয়েন্টি টুর্নামেন্টটি শুরু হয়। টুর্নামেন্টে এসএসএ থান্ডার্স, এসএসএ সিস্কার্স, এসএসএ কিংস এবং এসএসএ ওয়ারিয়র্স নামে চারটি দল রাউন্ড রবীন লিগ পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করে। ফ্যাশন ও লাইফ স্টাইল ব্র্যান্ড মিমোজা এন্টারপ্রাইজ টুর্নামেন্টটি স্পন্সর করে।

হাকিম বাবুল, শেরপুর

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মাশরাফিকে দলে নিতে সিলেটে মানববন্ধন

মাশরাফিকে দলে নিতে সিলেটে মানববন্ধন

নড়াইলে মাশরাফিকে ফুলেল শুভেচ্ছা

নড়াইলে মাশরাফিকে ফুলেল শুভেচ্ছা

১০ উইকেট শিকারের নজির গড়লেন বিকেএসপির সাবেক ক্রিকেটার

১০ উইকেট শিকারের নজির গড়লেন বিকেএসপির সাবেক ক্রিকেটার

ঝিনাইগাতীতে পাঁচ দলের টুর্নামেন্টে রমিম স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

ঝিনাইগাতীতে পাঁচ দলের টুর্নামেন্টে রমিম স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন