জমে উঠেছে শেরপুরে দাবা লিগ, তৃতীয় রাউন্ড শেষে শীর্ষে নকলা চেস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৯ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২১
জমে উঠেছে শেরপুরে দাবা লিগ, তৃতীয় রাউন্ড শেষে শীর্ষে নকলা চেস

শেরপুরে মুজিব শতবর্ষ জেলা দাবা লিগের তৃতীয় রাউন্ড শেষে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নকলা চেস ক্লাব। মঙ্গলবার ( ২১ সেপ্টেম্বর) বিকেলে ও সন্ধ্যায় দুই রাউন্ড খেলা অনুষ্ঠিত হয়। খেলায় চকপাঠক দাবা ক্লাব ও শেরপুর প্লাস চেস ক্লাবকে ৪টি বোর্ডেই ৪-০ গেমে পরাজিত করে নকলা।

লিগে পয়েন্ট টেবিলে ৫ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে শেরপুর চেস কমিউনিটি, নকলা উপজেলা ক্রীড়া সংস্থা ও দাবা ক্লাব শেরপুর। ২ পয়েন্ট নিয়ে চকপাঠক দাবা ক্লাব তৃতীয় এবং ১ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে লাল-সবুজ ক্লাব। আর উদয়ন চেস ক্লাব ও শেরপুর প্লাস চেস ক্লাব এখনও কোন পয়েন্ট অর্জন করতে পারেনি।

দ্বিতীয় রাউন্ডে শেরপুর চেস কমিউনিটির আব্দুর রউফ আজিজ ও চকপাঠক দাবা ক্লাবের নজরুল ইসলামের মাঝে ১ নং বোর্ডে টানটান উত্তেজনার স্নায়ুক্ষয়ী লড়াইয়ে শেষপর্যন্ত রউফ আজিজ জয়লাভ করেন। তৃতীয় রাউন্ডে চতুর্থ বোর্ডে লোল-সবুজ ক্লাবের ক্ষুদে দাবাড়ু প্রিয়ন্তি সাহা পিউ এবং নকলা উপজেলা ক্রীড়া সংস্থার আমিরুল ইসলামকে কাঁপিয়ে দেন।

হাড্ডাহাড্ডি লড়াইয়ে আমিরুলের অভিজ্ঞতার কাছে শেষ পর্যন্ত হার মানেন স্কুলছাত্রী প্রিয়ন্তি সাহা পিউ। তবে পিউর খেলা সকলের নজর কাড়ে। এছাড়া দাবা ক্লাব শেরপুরের ক্ষুদে দাবাড়ু স্কুলছাত্র মো. সামিউর রহমান নতুন চমক হিসেবে সব প্রতিপক্ষকে ধরাশায়ী করে যাচ্ছে। ইতোমধ্যে তিনটি রাউন্ডেই সে জয় পেয়েছে।

জেলা ক্রীড়া সংস্থার দাবা উপ-পরিষদের আয়োজনে জেলা পুলিশের পৃষ্ঠপোষকতায় শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মিলনায়তন ভেন্যুতে সোমবার (২০ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে মুজিব শতবর্ষ শেরপুর জেলা দাবা লিগ। জেলায় প্রথমবারের মতো আয়োজিত এ দাবা লিগে মোট ৮টি দল রাউন্ড রবীন লিগ ভিত্তিতে খেলায় অংশগ্রহণ করছে।

শেরপুর জেলা দাবা লিগের স্পন্সর হয়েছে জেএন্ডএস গ্রুপের প্রতিষ্ঠান আবেদীন হাসপাতাল।

হাকিম বাবুল, শেরপুর/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মুজিব শতবর্ষে শেরপুরে দাবা লিগ

মুজিব শতবর্ষে শেরপুরে দাবা লিগ

সাতক্ষীরায় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শিরিনকে সংবর্ধনা

সাতক্ষীরায় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শিরিনকে সংবর্ধনা

শেরপুরে হাতি-ঘোড়ার যুুদ্ধে প্রস্তুত দাবাড়ুরা

শেরপুরে হাতি-ঘোড়ার যুুদ্ধে প্রস্তুত দাবাড়ুরা

বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়ে করোনায় আক্রান্ত দিয়া

বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়ে করোনায় আক্রান্ত দিয়া