সাতক্ষীরায় উদ্বোধনী ম্যাচে নাটোরের জয়

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৬:৩২ পিএম, ১০ মার্চ ২০২৩
সাতক্ষীরায় উদ্বোধনী ম্যাচে নাটোরের জয়

উদ্বোধন হলো সাতক্ষীরায় এনসিসি ৪১তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২২-২৩। উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে নাটোর জেলার ৬ উইকেটে জয়ী হয়েছে। শুক্রবার (১০ মার্চ) সাতক্ষীরা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে হবিগঞ্জ জেলার বিপক্ষে মাঠে নেমেছিল নাটোর জেলা দল।

খেলায় নাটোর জেলা ক্রিকেট দল টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। হবিগঞ্জ জেলা ক্রিকেট দল ব্যাট করতে নেমে ব্যাটারদের ব্যর্থতায় ৪৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৫০ রান সংগ্রহ করে। দলের হয়ে আব্দুল কুদ্দুস সর্বোচ্চ ৫২ রান করে। প্রতিপক্ষের জোনায়েদ ৩টি উইকেট শিকার করেন।

জয়ের জন্য ১৫১ রানের লক্ষ্যে নাটোর জেলা ক্রিকেট দল ব্যাট করতে নেমে ৩৯.৩ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। দলের পক্ষে মিটল অর্ডার ব্যাটার রাশেদুজ্জামান ৬৫ ও তুষার সরকার ৫৩* রান করে। ফলে নাটোর জেলা ক্রিকেট দল ৬ উইকেটে জয়লাভ করে।

এর আগে সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এমসিসি ৪১তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২২-২৩ এর সাতক্ষীরা ভেন্যুর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাজেক্রীস যুগ্ম সম্পাদক ও ম্যানেজার মো. সাইদুর রহমান শাহীন। অনুষ্ঠানে সাজেক্রীস কোষাধ্যক্ষ মো. ইদ্রিস আলী বাবুর সঞ্চালনায় সাজেক্রীস সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, নির্বাহী সদস্য মির্জা মনিরুজ্জামান কাকন, আ.ম আখতারুজ্জামান মুকুল, ইকবাল কবির খান বাপ্পি, স.ম. সেলিম রেজা, ফারহা দীবা খান সাথীসহ বিসিবি প্রেরিত আম্পায়ার রিয়াজুল ইসলাম, সাতক্ষীরার আম্পায়ার শেখ তৌফিক হাসান তুরাগ উপস্থিত ছিলেন।

চার জেলার মধ্যে ১০ থেকে ১৭মার্চ পর্যন্ত এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। অংশগ্রহকারী জেলাসমূহ হলো- নাটোর, হবিগঞ্জ, চট্টগ্রাম ও কিশোরগঞ্জ।

এস এম হাবিবুল হাসান/সাতক্ষীরা/আরএস


শেয়ার করুন :