ফিফা পুরুষ ফুটবল র্যাংকিংয়ের সর্বশেষ হালনাগাদে অবনতি হয়েছে বাংলাদেশ-ভারত-পাকিস্তানের। প্রকাশিত হালনাগাদে বাংলাদেশ একধাপ, পাকিস্তান তিনধাপ এবং ভারত পিছিয়েছে ৬ ধাপ। তবে দেশ তিনটির মধ্যে এখনো তালিকায় এগিয়ে রয়েছে ভারত।
বৃহস্পতিবার (১০ জুলাই) পুরুষ ফুটবলের হালনাগাদ তালিকা প্রকাশ করেছে ফিফা। এর মধ্য দিয়ে ৯ মাস পর আবারও র্যাঙ্কিংয়ে অবনতির মুখ দেখলো বাংলাদেশ। সর্বশেষ প্রকাশিত তালিকায় এক ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান ১৮৪ নম্বরে।
গত অক্টোবরের পর থেকে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান স্থির বা উন্নতির দিকেই ছিল। বিশেষ করে মার্চে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করে দুই ধাপ এগিয়েছিল লাল-সবুজ জার্সিধারীরা। তবে জুনের আন্তর্জাতিক ম্যাচ উইন্ডোতে হতাশাজনক পারফরম্যান্সের খেসারত দিলো বাংলাদেশ।
জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচে হারের কারণেই এবার র্যাংকিংয়ে পেছালো বাংলাদেশ। যদি ওই ম্যাচের আগে ভুটানকে ২-০ গোলে হারালেও তা র্যাংকিংয়ে প্রভাব ফেলেনি।
এদিকে, বাংলাদেশের মতো একই গ্রুপের দল ভারতেরও র্যাংকিংয়ে অবনতি। বাংলাদেশ একধাপ পেছালেও ভারত পিছিয়েছে ৬ ধাপ। ফলে ১২৭ থেকে ভারতের অবস্থান এখন ১৩৩। বিপরীতে ভারতকে ১-০ গোলে হারিয়ে ৬ ধাপ এগিয়েছে হংকং, ১৪৭ নম্বরে।
বাংলাদেশ-ভারতের মতো র্যাংকিংয়ে পিছিয়েছে পাকিস্তান। তিনধাপ পিছিয়ে তাদের অবস্থান এখন ২০১।