বাগেরহাটের কাবাডি প্রতিযোগিতায় চিতলমারী চ্যাম্পিয়ন

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ১১:৩৪ এএম, ০৬ এপ্রিল ২০১৯
বাগেরহাটের কাবাডি প্রতিযোগিতায় চিতলমারী চ্যাম্পিয়ন

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতার জেলা পর্যায়ের খেলা। বৃহম্পতিবার এ খেলায় জেলার ৯টি উপজেলা থেকে বিজয়ী ৯টি কাবাডি দল শিরোপা জয়ের জন্য প্রতিদ্বন্ধিতায় অংশ নেয়।

বাগেরহাট জেলা পর্যায়ের এ খেলায় ফাইনালে ২৪-১৮ পয়েন্টে বাগেরহাট সদর উপজেলা কাবাডি দলকে পরাজিত করে চিতলমারী উপজেলা কাবাডি দল চ্যাম্পিয়ন হয়েছে। বাগেরহাট জেলা পুলিশ ও বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে।

ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস।

বাগেরহাটে পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়ের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যানের মধ্যে অতিথি হিসেবেউপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল। এছাড়া বাগেরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সরদার ওমর ফারুক ও বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার।

জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন ও রার্নাসআপ দলকে ট্রপি ছাড়াও নগদ অর্থ প্রদান করা হয়। বাগেরহাট জেলা পর্যায়ের চ্যাম্পিয়নচিতলমারী উপজেলা কাবাডি দল পরবর্তিতে বিভাগীয় পর্যায়ের খেলায় অংশ নেবে।

শওকত আলী বাবু, বাগেরহাট


শেয়ার করুন :


আরও পড়ুন

নড়াইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

নড়াইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

আইপিএলে মাঠের বাইরে সাকিবের ‘হ্যাটট্রিক’

আইপিএলে মাঠের বাইরে সাকিবের ‘হ্যাটট্রিক’

বিশ্বকাপের আগে এলাকার উন্নয়ন কাজে মাশরাফির দৌড়ঝাঁপ

বিশ্বকাপের আগে এলাকার উন্নয়ন কাজে মাশরাফির দৌড়ঝাঁপ

রাজবাড়ীতে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

রাজবাড়ীতে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত