বিশ্বকাপের আগে এলাকার উন্নয়ন কাজে মাশরাফির দৌড়ঝাঁপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৬ পিএম, ০৩ এপ্রিল ২০১৯
বিশ্বকাপের আগে এলাকার উন্নয়ন কাজে মাশরাফির দৌড়ঝাঁপ

বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছবিগুলোতে দেখা যাচ্ছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলআরজিডি) প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন নড়াইল-২ (নড়াইল ও লোহাগড়া) আসনের সংসদ সদস্য (এমপি) ও বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ইতোমধ্যে ছবিগুলো ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। শেয়ার করছেন অনেকে। সমর্থকরা বলছেন, নড়াইলবাসীর ভাগ্যবদলের স্বপ্ন নিয়ে মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয় ঘুরে বেড়াচ্ছেন মাশরাফি। আবার অনেকে বলছেন, এভাবেই এগিয়ে যান মাশরাফি। তার মতো মানুষেরই দরকার বাংলাদেশের।

নিউজিল্যান্ড সফর শেষ করে দেশে ফিরে নির্বাচনি এলাকা ও জন্মস্থান নড়াইলে ছুটে গিয়েছিলেন মাশরাফি। নির্বাচনি এলাকা পরিদর্শন করার পাশাপাশি ওই সময় স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন ও যেকোনো সমস্যা তাকে জানানোর জন্য জনগণকে অনুরোধ করেন মাশরাফি। এ ছাড়া জনগণের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের নির্দেশ দেন জাতীয় দলের ডানহাতি এই পেসার।

mashrafe

নির্বাচনি এলাকা পরিদর্শন শেষে পরিবারসহ কাশ্মীর ঘুরতে যান মাশরাফি। সেখান থেকে ফিরে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) খেলতে মাঠে নামেন এই তারকা।

মাশরাফি বিন মর্তুজা জানান, সামনে বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট। সেজন্য খুবই ব্যস্ত আছি, কিন্তু নির্বাচনের সময় এলাকার বিভিন্ন স্থান ঘুরে বুঝেছি এখানে অনেক উন্নয়ন প্রয়োজন। তাই সুযোগ পেলে দেশের পাশাপাশি নড়াইলের জন্য কাজ করছি।


শেয়ার করুন :


আরও পড়ুন

আত্মপক্ষ সমর্থনে পান্ডিয়া-রাহুলকে চিঠি

আত্মপক্ষ সমর্থনে পান্ডিয়া-রাহুলকে চিঠি

মাহমুদউল্লাহর পাঁচ চক্কর!

মাহমুদউল্লাহর পাঁচ চক্কর!

সুপার লিগে খেলবেন মাহমুদউল্লাহ?

সুপার লিগে খেলবেন মাহমুদউল্লাহ?

ক্ষমা চাইলেন মদ্যপ শ্রীলঙ্কান অধিনায়ক

ক্ষমা চাইলেন মদ্যপ শ্রীলঙ্কান অধিনায়ক