যশোরে অনূর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৭:৩১ পিএম, ০৩ জুলাই ২০১৯
যশোরে অনূর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল

যশোরে দিনব্যাপী অনূর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পৃষ্ঠপোষকতায় যশোর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শামস্ উল হুদা স্টেডিয়ামে এ ক্রিকেট উৎসব অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

বিকালে পুরস্কার বিতরণ করেন এনএসআই যশোরের উপ-পরিচালক কবির আহম্মদ। উভয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব কবির, যুগ্ম সম্পাদক এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল, এবিএম আক্তারুজ্জামান, সাবেক ফুটবলার কাওসার আলী, জাতীয় দলের সাবেক ক্রিকেটার তুষার ইমরান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জেলা কোচ আজিমুল হক, খাইরুজ্জামান বাবু, সোহেল মাসুদ হাসান টিটো প্রমুখ।

অনূর্ধ্ব-১২ ক্রিকেটারদের নিয়ে উৎসবের আমেজে প্রতিযোগিতার আবহ সৃষ্টি করতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। যশোরে ৯৫ জনের বেশি কিশোর কিশোরী প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। এর মধ্যে বাছাইকৃত ৩৪ জনকে নিয়ে যমুনা, পদ্মা, মেঘনা ও সুরমা-ভৈরব নামে ৪টি দল তৈরি করা হয়। চার দলের মধ্যে সুরমা-ভৈরব চ্যাম্পিয়ন হয়। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে সাজিম।

মো. জামাল হোসেন, যশোর


শেয়ার করুন :