বিষয়

বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন আন্তঃব্যাটালিয়ন জুডো প্রতিযোগিতা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ১০:৫৪ এএম, ১১ জুলাই ২০১৯
বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন আন্তঃব্যাটালিয়ন জুডো প্রতিযোগিতা অনুষ্ঠিত

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় দক্ষিণ পশ্চিম রিজিয়ন আন্তঃব্যাটালিয়ন জুডো প্রতিযোগিতার চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির দক্ষিণ পশ্চিম রিজিয়নের কমান্ডিং অফিসার ব্রিগেডিয়ার জেনারেল আইনুল মোর্শেদ খান পাঠান।

খেলায় যশোর রিজিয়নের মোট ৭টি ব্যাটালিয়ন অংশগ্রহণ করে। খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) ৩টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৬টি তাম্র পদক পেয়ে চ্যাম্পিয়ন এবং নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) ২টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ১টি তাম্র পদক পেয়ে রানারআপ হয়েছে।
sportsmail24
খুলনা ব্যাটালিয়নের সিপাহী শাহীন আলম শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় এবং সাতক্ষীরা ব্যাটালিয়নের ল্যান্স নায়েক সাইফুল ইসলাম শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন।

খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী, বিজিত এবং শ্রেষ্ঠ খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মাঝে খুলনা সেক্টর কমান্ডার কর্নেল আরশাদুজ্জামান খান, ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকারসহ যশোর রিজিয়নের সকল ব্যাটালিয়নের অধিনায়ক, কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা ও বর্ডার গার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।

মো. জামাল হোসেন, যশোর


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

স্বাধীন বাংলা ফুটবল দলের লুৎফর রহমানের পাশে কেউ নেই!

স্বাধীন বাংলা ফুটবল দলের লুৎফর রহমানের পাশে কেউ নেই!

যশোরে অনূর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল

যশোরে অনূর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল

রাজবাড়ীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনু‌ষ্ঠিত

রাজবাড়ীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনু‌ষ্ঠিত

শেরপুরে অনুর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত

শেরপুরে অনুর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত