আম্পানে ক্ষতিগ্রস্তদের সুপেয় পানির ব্যবস্থা করলো টাইগার ক্রিকেটাররা

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৬:৩৬ এএম, ০৬ জুন ২০২০
আম্পানে ক্ষতিগ্রস্তদের সুপেয় পানির ব্যবস্থা করলো টাইগার ক্রিকেটাররা

সাতক্ষীরার উপকূলীয় অঞ্চল শ্যামনগরে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা। এসব এলাকায় সুপেয় পানি সরবরাহ করতে ৫ হাজার লিটার পানি বহনের জন্য ৪টি এবং ১ হাজার ও আড়াইশ লিটারের ট্যাঙ্কি উপহার দিয়েছেন তারা। যা দিয়ে দৈনিক অন্তত ১ হাজার পরিবারের মাঝে সুপেয় পানির ব্যবস্থা করা যাবে।

উপকূলের মানুষের সমস্যার কথা বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালকে জানানো হলে তিনি এগিয়ে আসেন এবং দ্রুত সুপেয় পানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন।

ঘূর্ণিঝড় আম্পান বিধ্বস্তর পর থেকে ভেড়িবাঁধ ভেঙে যাওয়া উপকূলের মানুষ সুপেয় পানির তীব্র সঙ্কটে পরে। তবে জীবন বাজি রেখে দুর্যোগে মানুষের পাশে থাকা শ্যামনগরের স্বেচ্ছাসেবীরা নিজস্ব প্রচেষ্টায় কিছুটা হলেও পানির সঙ্কট নিরসনে কাজ করে আসছে।

স্বেচ্ছাসেবী সব সংগঠনের কাজ তরান্বিত করতে পুরো কাজটি সমন্বয় করেছে রহমান ফাউন্ডেশন। প্রতিদিন ৫টি গ্রুপ উপজেলার কাশিমাড়ী, বুড়িগোয়ালিনী, পদ্মপুকুর, গাবুরাসহ বিভিন্ন জায়গায় পানি বিতরণ করছে। ঝুঁকি নিয়ে হলেও শ্যামনগর অনলাইন ব্লাড ব্যাংক ও শ্যামনগর ফুড ব্যাংক, অনলাইন ফুড ব্যাংক, সিডিও ইয়ুথ টিম শ্যামনগর, স্টুডেন্ট সলিডারিটি টিম কাজ করছে।

তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মর্তুজা ও মাহমুদউল্লাহ রিয়াদদের এ সহায়তা ‘ফুট স্টেপ’ নামের একটি এনজিও ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে বিতরণ করছে।

এনজিওটি তাদের ফেসবুক পেজে ক্রিকেটারদের এমন মহানুভবতার তথ্য তুলে ধরে বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ভয়ঙ্কর আম্পানের ছোবলে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জনগণের সহায়তায় এগিয়ে এসেছেন দেশের জাতীয় ক্রিকেটাররা। ক্ষতিগ্রস্ত অনেক মানুষের মাথা গোজার ঠাঁই পর্যন্ত নেই। তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ক্রিকেটাররা। মানুষের জীবন সহায়তায় এগিয়ে আসার জন্য টাইগারদের অসংখ্য ধন্যবাদ।’

এস এম হাবিবুল হাসান/সাতক্ষীরা

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পরিচ্ছন্নতাকর্মীর গায়ে ‘হাত তুললেন’ সাব্বির

পরিচ্ছন্নতাকর্মীর গায়ে ‘হাত তুললেন’ সাব্বির

সাতক্ষীরায় অসহায় খেলোয়াড়দের নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান

সাতক্ষীরায় অসহায় খেলোয়াড়দের নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান

মাছ শিকার আর আড্ডায় কেটেছে মোস্তাফিজের ঈদ

মাছ শিকার আর আড্ডায় কেটেছে মোস্তাফিজের ঈদ

ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে সৌম্যর সহায়তা

ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে সৌম্যর সহায়তা