প্রথম খেলোয়াড় হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ৫০ বা ততোধিক উইকেট শিকারের পাশাপাশি ১ হাজার রানের মালিক হলেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান।
৫০ উইকেট শিকারের মাইলফলক আগেই স্পর্শ করেছিলেন তিনি। আর গতকাল বিপিএলের দশম ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে ১১ বলে অপরাজিত ১৮ রান করে ১’হাজার রান পূর্ণ করেন সাকিব।
বিপিএলের ইতিহাসে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ১ হাজার রান পূর্ণ করেন সাকিব। এর আগে ১ হাজার করেছেন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল।
এ পর্যন্ত বিপিএল ক্যারিয়ারে ৫১ ম্যাচে অংশ নিয়ে ১০১৩ রান ও ৬৩ উইকেটের মালিক সাকিব।