শত রানের নিচেই থামলো চট্টগ্রামের দৌড়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ০৬ জানুয়ারি ২০২৩
শত রানের নিচেই থামলো চট্টগ্রামের দৌড়

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের প্রথম ম্যাচে ব্যাট করে সুবিধা করতে পারলো না চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টস হেরে প্রথমে ব্যাট করে মাশরাফি বিন মোর্ত্তাজার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৮৯ রানে গুটিয়ে গেছে চট্টগ্রামের ইনিংস। ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেছেন আফিফ হোসেন ধ্রুব।

গুমোট আবহাওয়া ও শুক্রবার হওয়ায় দিনের খেলা এগিয়ে এনে শুরু হয় বিপিএল। উদ্বোধনী ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত সিলেটের দলনেতা ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি।

মাশরাফির সিদ্ধান্ত যে সঠিক ছিল সেটিরই প্রমাণ দেন যেন চট্টগ্রামের ব্যাটাররা। পাওয়ার প্লে’তে ২১ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বসে চট্টগ্রাম।

দীর্ঘদিন পর মাঠের খেলায় ফিরলেও মাশরাফির প্রথম দুই ওভার ছিল একেবারে নিয়ন্ত্রিত। প্রথম ওভারে ১ রান দেওয়ার পর দ্বিতীয় ওভারে দিয়েছেন ১০ রান।

ব্যাটারদের নিয়মিত বিরতিতে উইকেট হারানোর ফলে ক্রমেই লড়াই থেকে ছিটকে যেতে থাকে চট্টগ্রাম। বল হাতে সিলেটের সেরা ছিলেন রাজা। ৪ ওভারে ১৪ রানে নিয়েছেন ৪ উইকেট। মাশরাফি নিয়েছেন এক উইকেট।

চট্টগ্রামের পক্ষে ব্যাট হাতে আফিফের ২৫ রান ছাড়া আর মাত্র দুজন ব্যাট ডাবল ফিগারে যেতে পেরেছেন। ওপেনার হেমেদী মারুফের ব্যাট থেকে ১১ এবং আল আমিনের ব্যাট থেকে আসে ১৮ রান। এছাড়া বাকি সবাই ছিলেন যাওয়া আসার মাঝে।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ ছাড়াও ১৪ দেশে প্রচারিত হবে বিপিএল

বাংলাদেশ ছাড়াও ১৪ দেশে প্রচারিত হবে বিপিএল

ডিআরএস ‘বিতর্ক’ নিয়েই মাঠে গড়াচ্ছে বিপিএল

ডিআরএস ‘বিতর্ক’ নিয়েই মাঠে গড়াচ্ছে বিপিএল

জিতেই ট্রফি স্পর্শ করবেন সোহান

জিতেই ট্রফি স্পর্শ করবেন সোহান

তামিম দলে থাকলেও খুলনার নেতৃত্বে ইয়াসির আলী

তামিম দলে থাকলেও খুলনার নেতৃত্বে ইয়াসির আলী