বিপিএলের চেয়ে আন্তর্জাতিক ম্যাচ মাশরাফির কাছে গুরুত্বপূর্ণ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৮ এএম, ০৯ জানুয়ারি ২০১৯
বিপিএলের চেয়ে আন্তর্জাতিক ম্যাচ মাশরাফির কাছে গুরুত্বপূর্ণ

ছবি : বিসিবি

অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার দুর্দান্ত বোলিং নৈপুণ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের ষষ্ঠ ও নিজেদের তৃতীয় ম্যাচে সহজ জয় পায় রংপুর রাইডার্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাশরাফি বল হাতে ১১ রানে ৪ উইকেট নেন।

এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর মাশরাফি জানালেন তাঁর কাছে বিপিএলের চেয়ে আন্তর্জাতিক ম্যাচের গুরুত্ব বেশি।
“আমি সবসময় আন্তর্জাতিক ম্যাচকে বিশেষভাবে বিবেচনা করি। আমার কাছে আন্তর্জাতিক ম্যাচের গুরুত্ব থাকে আরও বেশি। অবশ্যই যখন যেটা খেলি, নিজের সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করি। কিন্তু যদি বিশেষভাবে বিবেচনা করার কথা বলেন, তাহলে শুধু আন্তর্জাতিক ম্যাচ বিবেচনা করি। সব ম্যাচে শতভাগ দেওয়ার চেষ্টা করি। কিন্তু বিবেচনার ক্ষেত্রে শুধু আন্তর্জাতিক ম্যাচ।”

বিপিএলে মাশরাফির আগের সেরা পারফরম্যান্স ছিল ১৬ রানে ৩ উইকেট। সেই হিসেবে এ দিনের পারফরম্যান্স অন্তত বিপিএলে তার সেরা পারফরম্যান্স হতে পারে। তবে বিপিএলকে খুব গুরুত্ব দেন না বলে সেরার আলোচনায়ও খুব আগ্রহ নেই তার।

“আসলে এর আগে বিপিএলে যে ম্যাচগুলো খেলেছি, সেগুলো স্মরণ করতে পারছি না। যেটা বললাম, আন্তর্জাতিক ম্যাচ হলে অনেক আগেরগুলোও আমি স্মরণ করতে পারব। তবে যখন যেটা খেলি, সেটি অবশ্যই গুরুত্বপূর্ণ। আমার জন্যও ভালো হচ্ছে যে উইকেট পেলে আত্মবিশ্বাস বাড়ে। বিপিএলের পরপরই আমাদেরকে ওয়ানডে ফরম্যাটে ফিরতে হবে (নিউজিল্যান্ড সফরে)। উইকেট পেতে থাকলে, ভালো বোলিং করলে আত্মবিশ্বাস থাকবে।”

প্রসঙ্গত, ঘরোয়া-আন্তর্জাতিক মিলিয়ে ১৩ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ারে মাশরাফি একবারই ৪ উইকেট পেয়েছিলেন। ২০১২ সালের জুলাইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে। বেলফাস্টে ১৯ রানে নিয়েছিলেন ৪ উইকেট। এবার ছাড়িয়ে গেলেন সেটিকেও। সঙ্গে থাকল ১৮টি ডট বল, বলতে গেলে চার ওভারের তিনটাতেই তো রান দিলেন না! বাউন্ডারি হজম করতে হয়েছে একটি।


শেয়ার করুন :


আরও পড়ুন

কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৯ উইকেটে হারাল মাশরাফির রংপুর

কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৯ উইকেটে হারাল মাশরাফির রংপুর

স্টেডিয়ামে ভারতীয় পাঁচ বিপিএল জুয়াড়ি আটক

স্টেডিয়ামে ভারতীয় পাঁচ বিপিএল জুয়াড়ি আটক

ব্যাটিং তাণ্ডব দেখালো ঢাকা ডায়নামাইটস

ব্যাটিং তাণ্ডব দেখালো ঢাকা ডায়নামাইটস

ঢাকার কাছে পাত্তাই পেলো না খুলনা

ঢাকার কাছে পাত্তাই পেলো না খুলনা